আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার রাত ৩টা ৪৫ নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ১২৮১০, হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি মেল। জানা গিয়েছে রাজখারসয়ান এবং বরাবাম্বু স্টেশনের মাঝে আচমকাই ঘটে এই দুর্ঘটনা। ঘটনার জেরে আহত হয়েছেন একাধিক। আপাতত একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তা বাড়ার সম্ভাবনা রয়েছে। ঘটনার জেরে হাওড়া থেকে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।





দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া কাঁটাভাজি ইস্পাত এক্সপ্রেস, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, আসানসোল টাটা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে এখনও পর্যন্ত লাইন থেকে সরানো যায়নি। সুস্থ থাকা যাত্রীদের বাসে করে নিকটবর্তী স্টেশনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে রেল।







সেখান থেকে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হবে। অন্যদিকে, ঘটনার জেরে গীতাঞ্জলি এক্সপ্রেস, আমেদাবাদ এক্সপ্রেস, আরা-দুর্গ-সাউথ বিহার এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। চেন্নাই মেল, ফলকনামা এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে। তবে হাওড়া স্টেশন থেকে কখন ছাড়বে তা এখনও জানানো হয়নি।