আজকাল ওয়েবডেস্ক: শহরে আরও বেশি করে খুলছে মদের দোকান। মদ বিক্রি থেকে আয় বাড়াতে এবার থেকে বিভিন্ন শপিং মলেও মদের দোকান খোলার সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। পাশাপাশি, নজরে রাখা হয়েছে ক্রেতাদেরও যাতে শপিং মলে গিয়ে মদ কিনতে কোনও অসুবিধা না হয়। প্রিমিয়াম স্টাইলে এই মদের দোকানগুলি শহরের বিভিন্ন মলে স্থাপিত হবে, যেখানে ক্রেতারা সহজেই প্রবেশ করে তাদের পছন্দের মদের ব্র্যান্ড বেছে নিতে পারবেন।
ফলে, ক্রেতাদের আর দোকানে লাইনে দাঁড়িয়ে কর্মচারীর থেকে চাওয়ার প্রয়োজন হবে না। দিল্লি সরকারের আবগারি দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লি ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশন, দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, দিল্লি স্টেট সিভিল সাপ্লাইজ কর্পোরেশন লিমিটেড, এবং দিল্লি কনজিউমার্স কো-অপারেটিভ হোলসেল স্টোর; এই চারটি সরকারি সংস্থাকে প্রিমিয়াম মদের দোকানগুলির জন্য উপযুক্ত স্থান খুঁজে ভাড়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দিল্লি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রিমিয়াম মদের দোকানগুলি তুলনায় বড় আকারের হবে। দেশি-বিদেশি উভয় ব্র্যান্ডের মদ সংরক্ষিত থাকবে। প্রসঙ্গত, বর্তমানে দিল্লিতে প্রায় ৬৯০টি মদ দোকান রয়েছে। ক্রিসমাস ও নতুন বছরকে সামনে রেখে মদ বিক্রিতে বড় ধরনের বৃদ্ধি প্রত্যাশা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লির চারটি কর্পোরেশন উৎসবের আগে কয়েকটি প্রিমিয়াম মদ দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করতে পারে, যাতে বছরের এই সময়ের বাড়তি চাহিদা পূরণ করা যায়।
