আজকাল ওয়েবডেস্ক: আদালতে এ কি কাণ্ড! যাবজ্জীবন কারাবাসের সাজার নির্দেশ অপছন্দ হওয়ায় আদালত কক্ষেই মহিলা বিচারককে জুতো ছুঁড়ে মারলেন আসামী। ভয়ঙ্কর এই ঘটনায় হতবাক সকলে। হইহই কাণ্ড হায়দ্রাবাদের রাঙ্গা রেড্ডি জেলা আদালতে। 

পুলিশের দেওয়া তথ্য অনুসারে, খুনের চেষ্টা মামলায় গত ১১ ফেব্রুয়ারি এক আসামীকে যাব্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন রাঙ্গা রেড্ডি জেলা আদালতের মহিলা বিচারক। বৃহস্পতিবার অন্য আরেকটি খুনের মামলায় ওই আসামিকে আদালতে হাজির করানো হয়। এই মামলারও শুনানি ছিল ওই মহিলা বিচারকের এজলাসেই। আসামিকে এজলাসে নিয়ে যেতেই ঘটে বিপত্তি। মহিলা বিচারককে দেখা মাত্রই নিজের পা থেকে জুতো খুলে মহিলা বিচারকের দিকে ছুঁড়ে মারেন ওই আসামি। তবে, ভাগ্যের জোরে বিচারকের গায়ে জুতো লাগেনি।

রাঙ্গা রেড্ডি জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। রাঙ্গা রেড্ডি জেলা আদালত বার অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াই কোন্ডাল রেড্ডি জানিয়েছেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বিচারকের প্রতি ক্ষোভ প্রকাশ করে তার দিকে জুতা ছুঁড়ে মারেন। অভিযুক্তের কঠোর শাসি্তি হওয়া উচিত। তিনি বলেন, "বিচারকের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আমরা শুক্রবার আদালতের কার্যক্রম বর্জনের ডাক দিয়েছি।"

এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে, তদন্ত চলছে।