আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব অর্থনীতি এখন বেসামাল পরিস্থিতিতে রয়েছে। সেখান থেকে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে স্টক মার্কেটেও। এখন যেকোনও ধরণের স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা বেশ ঝঁকির কাজ হতে পারে। যদি নিজের টাকাকে সঠিক জায়গায় বিনিয়োগ না করেন তাহলে সেখানে লাভের তুলনায় ক্ষতি আশঙ্কা থাকে।
এখানেই সকলকে রাস্তা দেখাল এসআইসি। একটি বিশেষ স্কিম নিয়ে এসেছে তারা। সেখানে যদি ২০০ টাকা করে বিনিয়োগ করতে পারেন তাহলে মিলবে ভাল রিটার্ন। এই রিটার্ন হতে পারে ২৮ লক্ষ টাকা। তাহলে জেনে নিন এলআইসির এই বিশেষ প্রকল্পের কথা।
এই স্কিমের নাম জীবন প্রগতি প্ল্যান। এখানে দেশের মানুষ তাদের টাকা বিনিয়োগ করেছেন। এখানে ১২ বছর থেকেই বিনিয়োগ করা যেতে পারে। বিনিয়োগের শেষ বয়স হবে ৪৫ বছর। এখানে সারাজীবনের সুরক্ষার পাশাপাশি থাকবে নানা ধরনের অন্য সুবিধাও।
এখানে প্রতিদিন যদি ২০০ টাকা করে বিনিয়োগ করতে পারেন তাহলে মাসে আপনি বিনিয়োগ করতে পারেন ৬ হাজার টাকা। এই হিসাবে বছরে আপনি বিনিয়োগ করবেন ৭২ হাজার টাকা। এই টাকা আপনাকে ২০ বছর ধরে বিনিয়োগ করে যেতে হবে। যদি ২০ বছর ধরে আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি মোট জমিয়ে ফেলবেন ১৪ লক্ষ ৪০ হাজার টাকা। এরপর জীবন প্রগতি প্ল্যান আপনাকে যে টাকা সুদ দেবে তা নিয়ে আপনি ২০ বছর শেষে হাতে পাবেন ২৮ লক্ষ টাকা।
এলআইসি জীবন প্রগতি প্ল্যান আপনাকে ১২ বছর থেকে শুরু করে ২০ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। নিজের টাকা আপনি তিন মাস অন্তর, ছমাস অন্তর বা বছরে একবার হিসাব করেও সুদ নিতে পারেন। সেখানে আপনার বেছে নেওয়া সময়তেই সুদ দেবে এলআইসি। তবে একটা কথা মনে রাখবেন যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে জেনে নেবেন। তারপরই সেখানে বিনিয়োগ করা উচিত। সেখানে নিজের বুদ্ধি কাজে লাগাবেন। অন্য কারও কথা শুনে নয়।
