আজকাল ওয়েবডেস্ক : দেশের বিভিন্ন স্থানে নানা ধরণের প্রকল্প রয়েছে। তবে সবার ভরসা যোগায় এলআইসি। দেশের বহু মানুষের মুখে অনেক বছর ধরে হাসি ফুটিয়েছে এই সংস্থা। এবার তারা নিয়ে এল নতুন একটি প্রকল্প। যেখানে রয়েছে প্রতি মাসের নিশ্চিত আয়।
আধারশিলা যোজনা নামে এই নতুন প্রকল্প শুরু করেছে এলআইসি। এখানে মাসে ৫১ টাকা করে রাখতে পারেন। তাহলেই আপনি মাসে পাবেন ৩০ হাজার টাকা। অল্প আয়ের মানুষের জন্য এটি করা হয়েছে।
এটি প্রধানত মহিলাদের জন্য করা হয়েছে। এখানে কোনও বয়েসের সময় নেই। ৮ বছরের মেয়ে থেকে শুরু করে ৫৫ বছরের মহিলা এটি করতে পারেন। এখানে রয়েছে ৭৫ হাজার টাকার একটি ইন্সুরেন্স। যদি তার আগে আপনি মারা যান তবে পুরো টাকা আপনার নমিনি পাবে।
আপনাকে মাসে ৫১ টাকা করে রাখতে হবে টানা ১৫ বছর। তাহলেই আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি এই প্রকল্পের সুযোগ গ্রহণ করুন।
