আজকাল ওয়েবডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের একদিন আগেই ‘ভোট চুরি’ নিয়ে সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। গত বছর হয়ে যাওয়া হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন রাহুল। সাংবাদিক সম্মেলনে রীতিমতো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে রাহুল দেখিয়ে দিয়েছিলেন, কীভাবে হাজার হাজার ভোট চুরি হয়েছে।
রাহুলের অভিযোগ ছিল, হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিভিন্ন নামে ২২ বার ভোট দিয়েছেন এক ব্রাজিলিয়ান মডেল। কখনও সরস্বতী নামে ভোট দিয়েছেন। কখনও ভোট দিয়েছেন সীমা নামে। এমনই বিস্ফোরক দাবি করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছিলেন, হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময় ১০টি বুথে মোট ২২ বার ভোট দিয়েছেন ওই মহিলা। তাঁর নামও জানান রাহুল। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, যে কায়দায় একজন ব্রাজিলিয়ান মহিলা হরিয়ানায় ২২ বার ভোট দিয়েছেন, তা থেকে বোঝা যাচ্ছে যে বিধানসভা নির্বাচনের ফলাফলের কারচুপি করতে ‘কেন্দ্রীভূত অপারেশন’ চালানো হয়েছে। রাহুল কটাক্ষ করে আরও বলেছিলেন, ওই মহিলা কোথাকার বলতে পারলে তিনি পুরস্কৃত করবেন। এরপর রাহুল নিজেই জানিয়ে দেন, ওই মহিলা ব্রাজিলের মডেল।
এই বিষয়ে মুখ খুলেছেন ওই ব্রাজিলিয়ান মডেল। জানা গিয়েছে, ওই মহিলার নাম লারিসা নেরি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এ কী ধরনের পাগলামো! ভারতের রাজনীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমার ছবি একটি স্টক ইমেজ প্ল্যাটফর্ম কিনেছিল। এরপর কোথায় তা ব্যবহৃত হয়েছে, তা জানি না। আমি কখনও ভারতে যাইনি। আমি ব্রাজিলের একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সার এবং হেয়ারড্রেসার। আমি ভারতীয়দের ভালবাসি।’ তিনি আরও বলেন, ‘বহু ভারতীয় আমার ছবিতে কমেন্ট করছেন। ভারতীয় সংবাদমাধ্যমে আমার ছবি শেয়ার করা হচ্ছে। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, ছবিটি আমার। কিন্তু ভারতের ভোটের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।’ লরিসার আরও দাবি, তিনি কোনও মডেল নন। বহু ভারতীয় সাংবাদিক সাক্ষাৎকারের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। তাঁকে ব্রাজিলের ‘রহস্যময়ী’ মডেল বলেও নাকি অভিহিত করছেন।
প্রসঙ্গত, কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল রাহুল ‘এইচ বোমা’ ফাটাবেন। কী এই ‘এইচ বোমা’? তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল বিভিন্ন মহলে। অবশেষে বুধবার সেই ‘বোমা’ ফাটান রাহুল। এরপরই রাহুল ওই ‘ব্রাজিলিয়ান মডেল’–এর ছবি দেখান। দাবি করেন, তাঁর ছবি ভোটার তালিকায় মোট ২২টি নামের সঙ্গে ব্যবহৃত হয়েছে এবং হরিয়ানার ১০টি ভিন্ন বুথে তিনি ভোট দিয়েছেন। এই পরিস্থিতিতে মুখ খুললেন লারিসা নেরি নামের ওই মহিলা।
