আজকাল ওয়েবডেস্ক: অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খারণ খোলসা করলেন আইপিএলের জনক ললিত মোদি। তিনি দাবি করলেন, তাঁর বিরুদ্ধে কোনও মামলা ছিল না। তিনি দেশ ছেড়েছিলেন প্রাণের ভয়ে। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভয়ে।
সম্প্রতি একটি পডকাস্টে ললিত এই খোলসা করেন। ২০১০ সালে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তিনি। পডকাস্টে কথোপকথনের সময় তিনি বলেন, "আমি যখন দেশ ছাড়ি, তখন আমার বিরুদ্ধে কোনও মামলা ছিল না। আমি প্রাণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাই। দাউদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেতে থাকি।" তিনি আরও বলেন, "দাউদ আমার পিছনে পড়ে গিয়েছিল কারণ সে আইপিএলে ম্যাচ ফিক্স করতে চাইছিল। ম্যাচ ফিক্সিংয়ের তীব্র বিরোধী ছিলাম আমি। আমার কাছে খেলাটার বিশুদ্ধতা রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ ছিল।"
ললিত দাবি করেছেন, তিনি তাও দেশ ছাড়তে দোটানায় ছিলেন। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন পুলিশ জানায় তাঁকে ১২ ঘণ্টার বেশি নিরাপত্তা দেওয়া য।বে না। ললিত বলেন, "বিমানবন্দরে ডেপুটি পুলিশ কমিশনার হিমাংশু রায় অপেক্ষা করছিলেন। তিনি আমায় জানান, পুলিশ আমায় আর নিরাপত্তা দিতে পারবে না। দাউদের হিট লিস্টে নাম রয়েছে আমার।"
দেশে কি তিনি ফিরবেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি যে কোনও দিন দেশে ফিরতে পারি। কিন্তু দেশে ফিরলেই আমার সমস্যার সমাধান হবে না। আইনত আমি পলাতক নই। আমার বিরুদ্ধে দেশের কোনও আদালতে কোনও মামলা নেই।"
ডি-কোম্পানির হিট লিস্টে ললিত মোদির নাম থাকার বিষয়টি সর্বজনবিদিত। দাউদের অন্যতম বিশ্বস্ত ছোটা শাকিল কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে জানান, দাউদের নির্দেশে তাঁদের লোক তাইল্যান্ডের রাজধানীতে ললিত যে হোটেলে থাকছিলেন সেখানেও পৌঁছে গিয়েছিল। কিন্তু ঠিক সময়মতো মোদি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এত দিনে পর তাঁর পলায়ন রহস্যের খোলসা করলেন ললিত।
