আজকাল ওয়েবডেস্ক:‌ লা নিনার প্রভাব পড়েছে বর্ষাতেও। ফলে এবার বৃষ্টি হয়েছে ভালই। আইএমডি জানিয়েছে, নভেম্বরে এবার লা নিনা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা অন্তত ৭১ শতাংশ। ফলে এবার নভেম্বর থেকেই দেশের তাপমাত্রা কমতে থাকবে। নভেম্বর থেকেই ভালভাবেই অনুভূত হবে শীত। লাগবে পরে সোয়েটার, জ্যাকেট।


বর্ষা এবারের মতো দেশ থেকে বিদায় নিয়েছে। যা বৃষ্টি এখন দেশের নানা প্রান্তে হচ্ছে, তা মূলত ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে। আগামী সপ্তাহে আসতে পারে একটি ঘূর্ণিঝড়। তার প্রভাবে বাংলায় ভালমতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি ইতিমধ্যেই জানিয়েছে, অক্টোবরে এখনও অবধি গোটা দেশে স্বাভাবিকের থেকে আট শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। আইএমডি আরও জানিয়েছে, নভেম্বর থেকেই এবার শীতের আমেজ অনুভূত হবে। 


আইএমডির কথায়, এটি লা নিনার বছর। এই বছরগুলিতে ভারতে গরম পড়ে খুব বেশি। এবারও তাই হয়েছে। তবে লা নিনা পরিস্থিতি অক্টোবরে শেষ হতে পারে। আর তা শেষ হলেই উত্তর ভারতে নভেম্বর থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। উত্তরের পাশাপাশি এবার পূর্ব ও পশ্চিম ভারতেও শীত পড়বে জাঁকিয়ে। 
প্রসঙ্গত, এল নিনোর বিপরীত পরিস্থিতি হল লা নিনা। আর তা দুর্বল হলেও অন্তত ৬০ শতাংশ অবধি থাকতে পারে আগামী বছরের মার্চ অবধি।