আজকাল ওয়েবডেস্ক : লা নিনার প্রভাব। কাশ্মীরে ভারী তুষারপাত ও দীর্ঘ শীতের প্রস্তুতি। লা নিনা আবহাওয়া প্রভাবের কারণে এই শীতকাল কাশ্মীরে ভারী তুষারপাত এবং দীর্ঘস্থায়ী ঠান্ডার স্পেলের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, স্বাভাবিকের তুলনায় বেশি তুষারপাত এবং ক্রমাগত নিম্নমুখী তাপমাত্রা অঞ্চলের দৈনন্দিন জীবন, পরিবহন এবং কৃষিতে প্রভাব ফেলতে পারে।
লা নিনা হল একটি প্রাকৃতিক আবহাওয়া প্রক্রিয়া, যা প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ঠান্ডা হওয়ার ফলে সৃষ্টি হয়। এটি বিশ্বের আবহাওয়ার প্যাটার্নে প্রভাব ফেলে এবং দক্ষিণ এশিয়ার শীতকালকে করে তোলে আরও স্যাঁতসেঁতে। কাশ্মীরের ক্ষেত্রে এটি নিয়ে আসবে তুষারঝড় এবং কঠোর ঠান্ডার শীতকাল।
প্রশাসন সাধারণ জনগণকে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী মজুত করার পাশাপাশি গরম রাখার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। কৃষকদেরও তাদের ফসল ও পশুপাখি রক্ষার জন্য পূর্বপ্রস্তুতি নিতে বলা হয়েছে।
লা নিনার এই প্রভাব কাশ্মীরকে একদিকে যেমন বরফে ঢাকা সুন্দর দৃশ্য উপহার দেবে, অন্যদিকে তীব্র শীতের চ্যালেঞ্জও নিয়ে আসবে। ইতিমধ্যে জানা গিয়েছে লা নিনা গোটা কাশ্মীরকে নিজের জালে জড়িয়ে নেবে। তাপমাত্রা কমে যাবে অনেকটাই।
প্রতি বছরের মতো এবারেও কাশ্মীরে শীত পড়বে সেটাই স্বাভাবিক। তবে লা নিনা এবার এই শীতকে অনেক বেশি দীর্ঘ করবে এবং গোটা কাশ্মীর ভ্যালিতে শীত অনেক বেশিদিন ধরে থাকবে। এবার শীতে যারা কাশ্মীর যাবেন বলে ঠিক করেছেন তারা তাই আগে থেকেই সতর্ক হয়ে সেখানে যাবেন। তাপমাত্রা যে এবার অনেকটা কম থাকবে সেটা মাথায় রেখে সেখানে যাবেন।
