আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার কাল্লুর মণ্ডলের চিন্নাতেকুর এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, ১৯ জনের দেহ উদ্ধার হয়েছে দুর্ঘটনায়। ওই বাসের মধ্যেই ছিলেন হারিকা। সংবাদ মাধ্যমে তিনি ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন। জানিয়েছেন, ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ঘুম ভাঙে চিৎকারে। চোখ খুলেই দেখেন, চারদিকে আগুন, ধোঁয়া। ঝলসে গিয়েছেন একাধিক সহযাত্রী। বাসের পিছনের দিকের ভাঙা দরজা দিয়ে তিনি ঝাঁপ দিয়ে কোনও রকমে জীবন বাঁচান।
#WATCH | Kurnool, Andhra Pradesh | A passenger who was travelling in the bus that caught fire says, "I was travelling from Hyderabad to Bangalore. Around 3 AM, a bike came in front of us... And then the same bike was dragged by the bus, and that's why flames came from the… pic.twitter.com/DTSBkqLUmN
— ANI (@ANI)Tweet by @ANI
সরকারি সূত্রে খবর, কাবেরী ট্রাভেলসের একটি দূরপাল্লার বাস হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। মাঝপথে ভোর সাড়ে তিনটে নাগাদ চিন্নাতেকুর এলাকায় ওই বাসে হঠাৎই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। তারপর কয়েক মিনিটেই সব শেষ।
অপর এক যাত্রী জানিয়েছেন, 'আমি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিলাম। ভোর ৩টার দিকে, আমাদের সামনে একটি বাইক এসে পড়ল... ।' তিনি জানিয়েছেন তার কয়েক মুহূর্ত পরেই বাসটিতে আগুন ধরে যায়। ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে গিয়েছিল, তিনি আর কিছুই দেখতে পাননি, চোখের সামনেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায় বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ভোটের আগে বড় বিপদ শুভেন্দুর, রইল না 'এফআইআর' রক্ষাকবচ, বিজেপি নেতার বিরুদ্ধে তদন্ত করবে সিবিআইও!
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, একটি বাইকে ধাক্কা মারার পর প্রথমে বাসের সামনের অংশে আগুন লেগে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়ছে বুঝেই এই বাসের ১২ জন যাত্রী জরুরি বহির্গমন পথ ভেঙে পালিয়ে যেতে পেরেছিলেন। এঁদের মধ্যে কেউ কেউ সামান্য আহত হন। তাঁদের চিকিৎসার জন্য কুর্নুল সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাকি যাত্রীরা বেরোতে পারেননি। আগুনে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে। ঝলসে নিহত হন ১১ জন যাত্রী।
কীভাবে এই আগুন ধরল? এর উত্তর এখনও স্পষ্ট নয়। তবে দুর্ঘটনার সময় এলাকায় ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃষ্টির জেরে বাসটি প্রথমে একটি বাইকে ধাক্কা মেরেছিল। তা থেকেই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত করছে।
এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এক্স-এ তিনি লেখেন, 'কুর্নুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে ভয়াবহ বাস অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি মর্মাহত। যাঁরা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। সরকারি কর্তৃপক্ষ আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করবে।'
