আজকাল ওয়েবডেস্ক: দুই বছর কুনো ন্যাশনাল পার্কে থাকার পর, ছয় বছর বয়সি দুটি পুরুষ চিতাবাঘ প্রভাষ ও পাবক রোববার সন্ধ্যায় নতুন আবাস গান্ধী সাগর অভয়ারণ্যে পৌঁছাবে বলে বন বিভাগ জানিয়েছে।

মধ্যপ্রদেশের মান্দসৌর ও নিমুচ জেলাজুড়ে থাকা এই অভয়ারণ্যে স্থানান্তরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান অতিরিক্ত মুখ্য বন সংরক্ষক উত্তম কুমার শর্মা।

প্রভাষ ও পাবক সড়কপথে নিয়ে যাওয়া হবে এবং মুখ্যমন্ত্রী মোহন যাদব সন্ধ্যায় তাদের অবমুক্ত করবেন। যাত্রা প্রায় ৬-৭ ঘণ্টা সময় নেবে।

দুটি চিতা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ওয়াটারবার্গ বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে কুনোতে আনা হয়েছিল। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আটটি চিতা কুনোতে আনা হয়।

এখন কুনোতে মোট ২৬টি চিতা রয়েছে, যার মধ্যে ১৪টি ভারতে জন্ম নেওয়া শাবক। আগামী মাসের মধ্যে বতসোয়ানা থেকে আরও চারটি চিতা ভারত আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি।