আজকাল ওয়েবডেস্ক: একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান উপ মুখ্যমন্ত্রী। তাঁকে নিয়ে কৌতুকের জেরে মুম্বইয়ের জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডি ভেন্যু, হ্যাবিট্যাট স্টুডিয়োতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে শিবসেনা। এখানেই শেষ নয়, হুমকি দিয়ে বলা হয়েছে, এটা তো কেবল ট্রেলার, সিনেমা এখনও বাকি। সূত্রের খবর, কামরার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে শিবসেনা শিন্ডে শিবির। 

ঠিক কী হয়েছ? কৌতুক  অভিনেতা কুণাল কামরার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে তিনি মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে কথা বলেছেন,  শেষভাগে একনাথ শিন্ডেকে নিয়ে বেশ কৌতুক করে গান বেঁধেছেন। তিনি শিবসেনা ভেঙে দুই দল, এনসিপি ভেঙে দুই দল তৈরি হওয়ার কথা যেমন বলেছেন, তেমনই একনাথ শিন্ডেকে নিয়ে গান বেঁধেছেন বিখ্যাত বলিউড গানের সুরে। তাতে শিন্ডেকে 'গদ্দার' অর্থাৎ বিশ্বাসঘাতক বলেছেন যেমন, তেমনই বালাসাহেব-পুত্র উদ্ধব রাজনীতিতে থাকার পরেও যেভাবে শিন্ডে-সেনা ‘আসল সেনা’-র তকমা পেয়েছে, রসিকতা করেছেন তা নিয়েও। 

 

?ref_src=twsrc%5Etfw">March 23, 2025

 

ব্যাস। তার পরেই সমস্যার শুরু। কুণালের কৌতুকের পরেই, শিবসেনা শুরু করে তাণ্ডব। অন্তত ৪০জন সেনা মিলে যে হোটেলে ওই অনুষ্ঠান হয়েছিল সেখানে হামলা চালায়, ওই স্টুডিওতে ভাঙচুর চালায়। স্বাভাবিক ভাবেই ঘটনায় মহারাষ্ট্রের রাজনীতিতে পারদ চড়েছে ব্যাপকহারে। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন কামরার বিপক্ষে। তাঁদের বক্তব্য, কামরার ওই মন্তব্যে কোনও হাস্যরস নেই। রয়েছে অপমান। অন্যদিকে কামরার পক্ষ থেকে এবং স্টুডিওর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গোটা ঘটনায় তারা বিধ্বস্থ।  শিবসেনা উদ্ধব ঠাকরে শিবির কটাক্ষ ছুড়ে দিয়েছে শিবসেনা শিন্ডে শিবিরের দিকে। উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে বলছেন, যাঁরা এই ধরনের ঘটনা ঘটান, তারা ভীত, দুর্বল। ঘটনায় কামরা পাশে পেয়েছেন মহাবিকাশ আঘাড়ী জোটকেও।