আজকাল ওয়েবডেস্ক: সমাজমাধ্যমে জনপ্রিয়তা বৃদ্ধি করতে নানা ধরনের কার্যকলাপ করে থাকেন ইনফ্লুয়েন্সাররা। সাম্প্রতিক একটি ঘটনায়, কলকাতার এক যুবক উদ্ভট একটি চ্যালেঞ্জ নিয়েছিলেন। তিনি জানান, ২৪ ঘণ্টার জন্য ভিক্ষাবৃত্তি করতে চান। এই উদ্ভট চ্যালেঞ্জের মাধ্যমে, তিনি মানুষের প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে চেয়েছিলেন এবং দেখতে চেয়েছিলেন যে একদিনে কত টাকা আয় করতে পারেন। ওই যুবকের ভিডিওটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। সকলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, যুবকটি একটি বাটি হাতে একটি বাস স্ট্যান্ডে বসে রয়েছেন এবং ভিক্ষা চাইছেন। পরনে একটি ছেঁড়া জিনস এবং একটি টি-শার্ট রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি কলকাতার রাস্তাতেও ভিক্ষা করছেন। ভিডিওটির শেষে তিনি জানান, সারাদিনে মাত্র ৩৪ টাকা আয় হয়েছে। দিনের শেষে সেই টাকা তিনি এক গৃহহীন মহিলাকে দান করে দিয়েছেন বলেও জানিয়েছেন ওই যুবক।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Pantha Deb (@pantha_the_last_roll_number)
ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। চার দিনে এখনও পর্যন্ত দুই লক্ষ ব্যবহারকারী দেখেছেন ভিডিওটি। কেউ কেউ যেমন কটাক্ষ করেছেন ওই যুবকের। তেমনই অনেকেই প্রশংসা করেছেন ওই যুবক গৃহহীন মহিলাকে সাহায্য করেছেন বলে। কেউ লিখেছেন, ''বেকারত্বের চরম নিদর্শন।'' এক জন লিখেছেন, ''পড়াশোনা করো নইলে ভবিষ্যতে এই ভাবেই পেট চালাতে হবে।'' অনেকের মনও জিতে নিয়েছে ভিডিওটি। একজন লিখেছেন, ''ভিডিওটির শেষ মুহূর্তটুকু মন জিতে নিয়েছে।''
এটিই প্রথম নয়। এরকম উদ্ভট চ্যালেঞ্জ ওই যুবক আগেও নিয়েছিলেন। তাঁর এর আগের চ্যালেঞ্জটি ছিল, ১০০ টাকায় ২৪ ঘণ্টা কাটানো। সেটিও ভাইরাল হয়েছিল বেশ।