আজকাল ওয়েবডেস্ক: চলতি বছর ১৫ অগাস্ট, ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। দেশের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা সর্বত্র উত্তোলিত হবে। ভারতের জাতীয় পতাকার একেবারে উপরে গেরুয়া রং, মাঝে সাদা ও নীচে থাকে সবুজ রং। এছাড়া সাদা অংশের মাঝে থাকে নীল রঙের অশোকচক্র। ২৪টি দণ্ড দিয়ে এই অশোকচক্র তৈরি। ২৪টি দণ্ডের রয়েছে পৃথক মানে। এই দাগগুলি দিয়ে ভারতীয়দের কর্তৃব্যপরায়ণতার পাঠ দেওয়া হয়েছে। জানেন এই কর্তৃব্যপাঠগুলি কী কী?
ভারতীয় পতাকার মাঝে চক্রটি ধর্মচক্র নামে পরিচিত। এই চক্রটি আমাদের ভারতের প্রাচীন ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত। এটি সারনাথ সিংহ রাজধানী অশোক চক্র দ্বারা অনুপ্রাণিত, যা এখন আমাদের জাতীয় প্রতীক। ১৯৪৭ সালের ২২ জুলাই, অশোক চক্র জাতীয় পতাকায় স্থান পাবে বলে প্রস্তাব গৃহীত হয়েছিল। মহাত্মা গান্ধী এই জাতীয় পতাকা তৈরির দায়িত্ব দিয়েছিলেন পিঙ্গালি ভেঙ্কায়াকে।
২০০২ সালের ভারতের পতাকা কোড অনুসারে, "মাঝের অংশ সাদা হবে, যার কেন্দ্রে নীল রঙের অশোক চক্রের নকশা থাকবে। অশোক চক্রে ২৪টি সমান ব্যবধানে দণ্ড থাকবে। অশোক চক্রটি স্ক্রিন প্রিন্ট করা বা মুদ্রিত অন্যথায় স্টেনসিল করা বা উপযুক্তভাবে সূচিকর্মের হতে হবে এবং সাদা অংশের কেন্দ্রে পতাকার উভয় পাশে সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে।"
অশোক চক্রের ২৪টি দণ্ড ২৪টি গুণের প্রতিনিধিত্ব করে, যা ধার্মিকতা, ন্যায়বিচার, সততা এবং সুশাসনের নীতির প্রতীক।
এর মধ্যে রয়েছে:
১ আশা
২ প্রেম
৩সাহস
৪ ধৈর্য
৫ শান্তি
৬মঙ্গল
৭বিশ্বস্ততা
৮ভদ্রতা
৯দয়া
১০নিঃস্বার্থতা
১১ আত্মনিয়ন্ত্রণ
১২ আত্মত্যাগ
১৩সত্য
১৪ ধার্মিকতা
১৫ ন্যায়বিচার
১৬ করুণা
১৭ করুণা
১৮ নম্রতা
১৯ সহানুভূতি
২০ সহানুভূতি
২১ জ্ঞান
২২ প্রজ্ঞা
২৩ নৈতিক মূল্যবোধ
২৪ পরোপকার
২৪টি দণ্ডের অর্থের আরও বিভিন্ন স্তর রয়েছে। হিন্দু ঐতিহ্যে, এগুলি ২৪ জন ঋষি বা ঋষিদের সঙ্গে যুক্ত, যারা আধ্যাত্মিক জ্ঞানকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। কেউ কেউ এগুলোকে গায়ত্রী মন্ত্রের ২৪টি অক্ষরের প্রতিনিধিত্বকারী হিসেবে দেখেন। এগুলোকে দিনের ২৪ ঘন্টা হিসেবেও দেখা যেতে পারে, যা মনে করিয়ে দেয় যে- জীবন হল অবিরাম গতিশীলতা এবং অগ্রগতির একমাত্র ভাল থাকার পথ।
ভারতীয় পতাকায় ধর্মচক্র স্বাধীনতা আন্দোলনের সময় ত্রিবর্ণরঞ্জিত রঙের পূর্ববর্তী সংস্করণগুলিতে ব্যবহৃত চরকাকে প্রতিস্থাপন করেছে। চরকা স্বনির্ভরতা এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হলেও, চক্রটির মাধ্যমে তুলে ধরা হয়- জীবন গতিশীল, এবং স্থবিরতা পতনের দিকে পরিচালিত করে।
এইভাবে, ভারতীয় পতাকার প্রতীকগুলি এক একটি এক একবাবে প্রাসঙ্গিক।
ভারতের জাতীয় পতাকার তিন রঙের আলাদা গুরুত্ব। গেরুয়া সাহস এবং ত্যাগের প্রতীক, সাদা শান্তি ও সত্যের প্রতীক এবং সবুজ সমৃদ্ধির প্রতীক। নীল অশোক চক্র এগুলিকে একত্রিত করে, কালজয়ী মূল্যবোধ এবং এগিয়ে চলার একটি জাতির গতিশীলতাকে মূর্ত করে।
আরও পড়ুন- প্রতিবার স্বাধীনতা দিবসে কেন লালকেল্লাতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়? জানুন আসল কারণ
আরও পড়ুন- ভারত থেকে আলাদা হওয়ার সময় কত টাকা পেয়েছিল পাকিস্তান, কোথায় খরচ করা হয়েছিল সেই অর্থ
