আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেল লক্ষ লক্ষ মানুষের জীবনের অঙ্গ। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং দেশের বিভিন্ন প্রান্তকে যুক্ত করতে বিশাল ভূমিকা পালন করে। প্রতিদিন, হাজার হাজার ট্রেন দেশ জুড়ে চলাচল করে, লক্ষ লক্ষ যাত্রীকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। ভারতীয় রেল প্রতিদিন গড়ে প্রায় ১৩,০০০ যাত্রীবাহী ট্রেন পরিচালনা করে। রাজধানী, শতাব্দী, দুরন্ত এবং বন্দে ভারত এক্সপ্রেসের মতো সুপারফাস্ট ট্রেন থেকে শুরু করে নিয়মিত মেল, যাত্রী, লোকাল ট্রেন এবং ডিএমইউ পর্যন্ত, দূরপাল্লার যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রী সকলের প্রয়োজনের জন্য ট্রেন রয়েছে।
সারা দেশে ৭,৪৬১টি রেলও স্টেশন দেখাশোনা ও পরিচালনা করে রেল। কিন্তু গত এক দশকে বেশিরভাগ রেলওয়ে স্টেশনের উল্লেখযোগ্য সংস্কার সত্ত্বেও, দেশের খুব কম ট্রেন স্টেশন এখনও জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং আধুনিক যুগের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য স্টেশনগুলির বড় ধরনের সংস্কার প্রয়োজন।
কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (QCI)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতের কিছু 'সবচেয়ে নোংরা' রেল স্টেশনের তালিকা রইল নীচে-
পেরুঙ্গালাথুর রেলওয়ে স্টেশন (তামিলনাড়ু): ভারতীয় রেলওয়ে রেল স্বচ্ছ পোর্টাল অনুযায়ী, দক্ষিণ রেলওয়ে জোনের চেন্নাই রেলওয়ে বিভাগের এই রেলওয়ে স্টেশনটি ভারতের সবচেয়ে নোংরা রেল স্টেশন হিসেবে সন্দেহজনকভাবে স্বীকৃতি পেয়েছে।

শাহগঞ্জ রেলওয়ে স্টেশন (উত্তরপ্রদেশ): উত্তরপ্রদেশের জৌনপুরের শাহগঞ্জ শহরে অবস্থিত এনএসজি-৩ ক্যাটাগরির রেলওয়ে স্টেশন শাহগঞ্জ জংশন রেল স্টেশনটি দেশের সবচেয়ে নোংরা স্টেশনগুলির মধ্যে স্থান পেয়েছে। উত্তরপ্রদেশের অন্যান্য উল্লেখযোগ্য স্টেশনগুলি, যা দেশের সবচেয়ে নোংরা রেল স্টেশনগুলির মধ্যে স্থান পেয়েছে, সেগুলি হল মথুরা এবং কানপুর সেন্ট্রাল রেল স্টেশন।
সদর বাজার রেলওয়ে স্টেশন (দিল্লি): মধ্য দিল্লিতে অবস্থিত সদর বাজার রেল স্টেশনটি দেশের সবচেয়ে নোংরা স্টেশনগুলির মধ্যে একটি। রেল স্বচ্ছ পোর্টাল অনুযায়ী, দুর্বল নিষ্কাশন ব্যবস্থা এবং আবর্জনার কারণে এটি সবচেয়ে নোংরা স্টেশনগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে।
ওটাপালাম রেলওয়ে স্টেশন (কেরল): কেরলের পালাক্কাড জেলায় অবস্থিত, দক্ষিণ রেলওয়ে জোনের পালাক্কাড রেলওয়ে বিভাগের অধীনে থাকা ওটাপালাম স্টেশনটি ২০২১ সালে সংস্কার করা সত্ত্বেও ভারতের সবচেয়ে নোংরা স্টেশনগুলির মধ্যে একটি।
আরও পড়ুন: ‘বিপজ্জনক’ তাই দু’বার কবর দেওয়া হয় বিখ্যাত বিজ্ঞানীকে, আরও ১০০ বছর এরকমই থাকবেন!
উপরে উল্লিখিত স্টেশনগুলি ছাড়াও, দেশের সবচেয়ে নোংরা রেলওয়ে স্টেশনগুলির মধ্যে রয়েছে, পাটনা, মুজাফফরপুর এবং আরারিয়া কোর্টের বিহার রেল স্টেশন, উত্তরপ্রদেশের ঝাঁসি এবং বরেলি রেল স্টেশন এবং তামিলনাড়ুর ভেলাচেরি এবং গুড়ুভানচেরি ট্রেন স্টেশন।
এই প্রতিবেদনটি কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (QCI) দ্বারা প্রকাশিত একটি রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি লেখা হয়েছে। QCI ১২ লক্ষ যাত্রীর সরাসরি পর্যবেক্ষণ এবং মন্তব্যের উপর ভিত্তি করে দেশজুড়ে রেলওয়ে স্টেশনগুলিকে তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর ভিত্তিতে র্যাঙ্কিং করেছে। QCI র্যাঙ্কিং রাজস্ব উৎপাদন এবং অন্যান্য মেট্রিক্সের উপর ভিত্তি করে রেলওয়ে স্টেশনগুলিকে কয়েকটি বিভাগে শ্রেণীবদ্ধ করেছে। QCI রিপোর্ট অনুযায়ী, ৭৫টি রেল স্টেশন A1 বিভাগে পড়ে। যে গুলির বার্ষিক যাত্রী আয় ৭৫ কোটি টাকারও বেশি। অন্য দিকে ৩৩২টি স্টেশনকে A স্টেশন হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। যেগুলি ৬ কোটি থেকে ৫০ কোটি টাকার মধ্যে রাজস্ব আয় করে।
