আজকাল ওয়েবডেস্ক: দমকলকর্মীরা সাধারণত আগুন নেভান। এবারে তাঁদের দেখা গেল উল্লাসে মাততে। দমকল কর্মীদের নাচের সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে হইচই নেটিজেনদের মধ্যে। ঘটনাটি কেরলের।
দমকল কর্মীদের সবসময় কাজের প্রতি নিয়ম মেনে, সুশৃঙ্খলভাবে চলতে হয়। কিন্তু এবার তাঁদের হাসিমুখের আনন্দ উচ্ছ্বাসের ছবি এল প্রকাশ্যে। তাঁদের হইহই করার ছবি অনেকেরই মনোবল বাড়িয়েছে। দমকল কর্মীরা জানিয়েছেন, সারাদিনের কঠোর পরিশ্রমের পর ভাল গান এবং নাচ ক্লান্তি কমিয়ে দিয়েছে। জানা গিয়েছে, ভাইরাল এই ভিডিওটিতে যাঁদের দেখা গিয়েছে, তারা কেরলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেসের কোলেনগোড বিভাগের কর্মী।
কোন গানের তালে কোমড় দোলালেন দমকল কর্মীরা? কল্যাণরামন চলচ্চিত্রের একটি ক্লাসিক মালায়ালাম গান থিঙ্কলে পুথিঙ্কলে। সোশ্যাল মিডিয়ায় এই গানটি ছড়িয়ে পড়তেই ইমোজির বন্যা। কমেন্টও হয়েছে দেদার। অন্যদিকে বেশ কিছুদিন আগেই ট্রাফিক ডিউটিতে নিযুক্ত এক হোমগার্ডের ভিডিও ভাইরাল হয়েছে। জায়গাটা ছিল উত্তরাখন্ডের দেরাদুনে সিটি হার্ট হাসপাতালের কাছে। প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, তিনি তাঁর কাজটিকে উপভোগ করছেন। বাঁশি বাজিয়ে এমনকি নাচতেও দেখা গিয়েছে ওই ট্রাফিক গার্ডকে। ওই রাস্তায় যাতে যানবাহন চলাচলের কাজ সুষ্ঠভাবে হয় সেই বিষয়টিই দেখেন তিনি। যা শেয়ার করা হয়েছে এক্স হ্যান্ডেলে। তাতেই ওই ট্রাফিক গার্ডকে দেখা গিয়েছে হাসতে হাসতে ভিড় সরাচ্ছেন। যা নিয়ে তাঁকে সকলে সাধুবাদ জানাচ্ছেন।
