আজকাল ওয়েবডেস্ক: এত বছর কেই রাগ পুষে রাখতে পারেন? চতুর্থ শ্রেণিতে পড়ার সময় এক সহপাঠীর সঙ্গে মারপিট হয়েছিল ক্লাসেরই আরও দুই পড়ুয়ার। সম্প্রতি স্কুলের পুরনো ছাত্রদের নিয়ে একটি পুনর্মিলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন তিনজনই। এরপরেই মনে পড়ে যায় ৫০ বছরের পুরনো রাগ। দু’জন মিলে বেধড়ক মারলেন ওই সহপাঠীকে। শেষে গ্রেপ্তার হতে হল পুলিশের হাতে। 

কেরলের কাসারগোদ জেলায় ৬২ বছর বয়সী এক বৃদ্ধের উপর হামলার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছোটবেলার প্রাক্তন সহপাঠী ভিজে বাবুর উপর আক্রমণের অভিযোগে পুলিশ বালকৃষ্ণণ এবং ম্যাথ্যু ভালিয়াপ্লাক্কাল নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 

গত ২ জুন একটি পুনর্মিলন অনুষ্ঠানের কয়েকদিন পরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পুনর্মিলনে হাজির হয়েছিলেন বালকৃষ্ণণ এবং ম্যাথ্যু। সেখানে হাজির হয়েছিলেন বাবুও। ৫০ বছর আগে তাঁরা তিনজনই একই ক্লাসে একসঙ্গে পড়াশোনা করতেন। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বালকৃষ্ণণকে মেরেছিলেন বাবু। শৈশবকালের সেই সাধারণ ঘটনার রেশ যে ৫০ বছর পরেও টের পাওয়া যাবে তা কেউ স্বপ্নেও ভাবেননি।

অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের দাবি, বাবুকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বালকৃষ্ণণ। পুলিশ জানিয়েছে, বালকৃষ্ণণ এবং ম্যাথ্যু মিলে বাবুকে জিজ্ঞেস করেন করেন কেন তিনি বালকৃষ্ণণকে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় মেরেছিলেন। এই নিয়ে শুরু হয় বচসা। ক্রমে তা হিংসাত্মক হয়ে ওঠে। পুলিশ আরও জানিয়েছে, এর পরেই বাবুর জামার কলার চেপে ধরেন বালকৃষ্ণণ এবং ম্যাথ্যু ইট দিয়ে বাবুর মুখে এবং মাথায় আঘাত করেন। বাবু বর্তমানে পারিয়ারামের কান্নুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।