আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুপুর। উড়ান শুরুর কয়েক মিনিটের মাথায় বিপর্যয়। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিল, হাহাকার, আতঙ্ক। দুর্ঘটনার ভয়াবহতায় শিউরে উঠছে বিশ্ব। ঠিক তার তিনদিনের মাথায় ফের দুর্ঘটনা মাঝ আকাশে। দেশেই ফের উড়ান বিপর্যয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মৃত একাধিক। অন্তত সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 

 

কেদারনাথ যাওয়ার পথে, রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, দুর্ঘটনায় যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের মধ্যে ওই কপ্টারের চালকও রয়েছেন। গৌরীকুণ্ড এবং ত্রিযুগিনারায়ণের মধ্যবর্তী স্থানে, গোউরীকুণ্ড জঙ্গলের কাছে আচমকাই এই দুর্ঘটনার কবলে পড়ে কপ্টার। ইতিমধ্যেই বেশকিছু ভিডিওতে দেখা গিয়েছে, মাঠে পড়ে রয়েছে আগুনে পুড়ে যাওয়া কপ্টারের অংশ। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। 

 

ওই হেলিকপ্টারে সাতজন ছিলেন মোট। চালক, এক শিশু-সহ ছ' জন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী তাঁরা হলেন, রাজবীর সিং চৌহান (পাইলট); রাজকুমার সুরেশ জয়সওয়াল (৪১), শ্রদ্ধা রাজকুমার জয়সওয়াল (৩৫), কাশী (২৩ মাস),  বিক্রম (৪৬),  বিনোদ দেব (৬৬),৯তুষ্টি সিং (২৯)। সাতজনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মাঝ আকাশের এই দুর্ঘটনার জন্য খারাপ আবহাওয়াই দায়ী বলে মনে করছেন কর্মকর্তারা। 

পুষ্কর সিং ধামী এই হেলিকপ্টার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। জানিয়েছেন এসডিআরএফ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল উদ্ধারকার্য শুরু করেছে। 

 

এর আগে, ১২ জুন ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে আহমেদাবাদে। এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান উড়ানের কয়েক মিনিটের মাথায় ভেঙে পড়ে। বিমানে থাকা এক যাত্রী ছাড়া, বাকি সকলের প্রাণ গিয়েছে। ওই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। 

বিমানটি উড়ানের কিছুক্ষণেই ভেঙে পড়ে এক ছাত্রাবাসে। দুর্ঘটনায় ওই ছাত্রাবাসের একাধিক মেডিক্যাল পড়ুয়ার প্রাণ গিয়েছে। ঘটনায় ভয়াবহতায় শিউরে উঠছে বিশ্ব। তার মাঝেই ফের উড়ান বিপর্যয় দেশে।