আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি কন্নড় টেলিভিশন অভিনেত্রী ও সঞ্চালিকা মঞ্জুলা শ্রুতি এক ভয়াবহ হামলার শিকার হয়েছেন। খবর অনুযায়ী বেঙ্গালুরুর হনুমন্তনগর এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত তাঁর স্বামী। পুলিশ জানিয়েছে, শ্রুতির স্বামী আমরেশ পরকীয়ার সন্দেহে তাঁর স্ত্রীকে হামলা করেন। ঘটনাটি ঘটে ৪ জুলাই মুনেশ্বর লেআউটে। অভিনেত্রীর এই ভয়ানক পরিণতিতে চমকে উঠেছে দেশ৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সুত্রে, শ্রুতি কন্নড় টেলিভিশনে বেশ পরিচিত মুখ। তিনি ‘আমৃতধারে’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। জানা গিয়েছে শ্রুতি ও আমরেশ প্রায় ২০ বছর আগে প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুটি সন্তান রয়েছে। বিগত কয়েক বছর ধরে নানা কারণে তাঁদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। খবর মারফত, আমরেশ ক্রমাগত তাঁর স্ত্রী'র আচরণে সন্দেহ পোষণ করতেন। এইভাবে ধীরে ধীরে তাঁদের সম্পর্ক আরও তিক্ত হতে থাকে।
সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে দাম্পত্য কলহের জেরে শ্রুতি তাঁর স্বামীকে ছেড়ে দিয়ে ভাইয়ের বাড়িতে গিয়ে ওঠেন। সেই সময় একটি বাড়ির লিজ নিয়ে টাকার বিষয়ে মতানৈক্য দেখা দেয় শ্রুতি ও আমরেশের মধ্যে। বচসা এমন জায়গায় পৌঁছয়, শ্রুতি হনুমন্তনগর থানায় এর ভিত্তিতে একটি অভিযোগও দায়ের করেন। এরপর পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয় বলে জানা গিয়েছে। যদিও পরবর্তীতে সপ্তাখানেকের মধ্যে দম্পতির মধ্যে ফের আপস হয়। ফলস্বরূপ শ্রুতি আবার স্বামীর সঙ্গে থাকা শুরু করেন।

খবর অনুযায়ী, এই ঘটনার পরদিন সকালে ঘটে বিপত্তি। ঘটনার দিন, অর্থাৎ শুক্রবার সকালে তাঁদের দুই সন্তান কলেজে চলে যায়। জানা গিয়েছে, এরপরই আচমকা আমরেশ প্রথমে শ্রুতির চোখে মুখে পেপার স্প্রে ছুঁড়ে দেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁর পাঁজর, উরু ও গলায় একাধিকবার ছুরি দিয়ে আঘাত করেন। মৃত্যু নিশ্চিত করতে আমরেশ একাধিকবার শ্রুতির মাথা দেওয়ালে পিষে দেন। আহত অবস্থায় শ্রুতি চিৎকার করতে থাকে বলে জানা গিয়েছে৷ চেঁচামেচিতে প্রতিবেশীরা তৎক্ষণাৎ ছুটে আসেন। দ্রুত পুলিশকে খবর দেন তাঁরা।
আরও পড়ুনঃ ফোন বন্ধ, তারপর থেকেই নিখোঁজ! দিল্লিতে উধাও ত্রিপুরার তরুণী, রহস্য ঘিরে চাঞ্চল্য
গুরুতর আহত অবস্থায় শ্রুতিকে বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালেই শ্রুতি চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এদিকে, পুলিশ অভিযুক্ত আমরেশকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
হনুমন্তনগর থানার পুলিশ জানিয়েছে, শ্রুতি ও আমরেশের মধ্যে পারিবারিক কলহ নিয়ে থানায় এর আগেও অভিযোগ এসছে৷ দুটি পৃথক অভিযোগ রেকর্ড করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে এবং পুলিশ ঘটনার পেছনের আসল কারণ ও প্ররোচনার বিষয়টিও খতিয়ে দেখছে।
সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার পর সমাজে মহিলাদের নিরাপত্তা ও গার্হস্থ্য হিংসা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
