আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় বায়ুসেনা এবং রিপাবলিক অফ সিঙ্গাপুর বায়ুসেনার যৌথ সামরিক মহড়া চলছে কলাইকুন্ডায়। এক সপ্তাহের এই মহড়ায় দুই দেশের বায়ুসেনার মধ্যে ভবিষ্যতের সঙ্গে কাজ করেনি এরকম একাধিক বিষয়ে আলোচনা হয়।

 

সিঙ্গাপুর বায়ুসেনার পক্ষ থেকে যুদ্ধবিমান এফ–১৬, এফ–১৫ বিমান, ৩৫০ এয়ারবন্ড আরলি ওয়ার্নিং কন্ট্রোল বিমান এবং সি ১৩০ মহড়ায় যোগদান করে।অন্যদিকে ভারতীয় বায়ুসেনার তরফে রাফায়েল, মিরাজ ২০০০ আইটিআই, সু–৩০ এমকেআই, তেজাস, মিগ–২৯, জাগুয়ারের মতো যুদ্ধবিমান অংশগ্রহণ করে।