আজকাল ওয়েবডেস্ক: চাকরির বাজারে প্রতিযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সুযোগে নানা রকম প্রতারণার ঘটনা সামনে আসে। সেই রকম একটি ঘটনার খবর সামনে এসেছে, যেখানে চাকরির আবেদনকারীদের বলা হয়েছে, ইন্টারভিউ দিতে আসার সময় যেন তাঁরা ক্রেডিট কার্ড নিয়ে আসেন। এই অদ্ভুত দাবির পরেই সকলের একটাই মত, প্রতারণার ফাঁদ পাতার ফন্দি এ সব।

সমাজমাধ্যম রেডিট-এ এক ব্যবহারকারী একটি ইমেলের স্ক্রিনশট শেয়ার করেছেন। চাকরি সংক্রান্ত ইমেলটিত লেখা ছিল, ডেটা এন্ট্রি অপারেটরের কাজ। সেখানে চাকরি সংক্রান্ত আরও বিবরণ লেখা ছিল যেমন, অফিসের কাজ ঠিক মতো জানা চাই, মাইক্রোসফ্ট অফিসে দক্ষ হওয়া চাই, অফিসের মেল সামলাতে হতে পারে ইত্যাদি। মেলের শেষে লেখা ছিল, "অনুগ্রহ করে মনে রাখবেন, আমাদের সংস্থার সকল সম্ভাব্য কর্মীদের একটি ক্রেডিট কার্ড থাকা বাধ্যতামূলক। আমরা এটির জন্য অনুরোধ করছি কারণ, আপনার ব্যবসায়িক খরচের জন্য কোম্পানির ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ থাকবে।''

এ হেন মেল পাওয়ার পরেই রেডিটে পোস্ট করেন এক ব্যবহারকারী। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় পোস্টটি। একজন লিখেছেন, ''বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা। কিন্তু দুঃখের বিষয় বহু মানুষ এই ফাঁদে পা দেবেন।'' অন্য একজন লিখেছেন, ''বিশ্বের কোনও চাকরি আপনার কাছে ক্রেডিট কার্ড চাইবে না।'' অপর একজন লিখেছেন, ''এই প্রতারকরা দিন দিন আরও বেশি মরিয়া হয়ে উঠছে।''