আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডের গিরিডি জেলায় এক ভয়াবহ নৃশংস ঘটনা ঘটেছে। ঘটনাটি মুফাসসিল থানার গাদি গ্রামে ঘটেছে। শ্লীলতাহানির প্রতিবাদ করায় এক মহিলার গায়ে ফুটন্ত তেল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে হুলুস্থুল চারিদিক। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার স্বামী শারীরিক প্রতিবন্ধী। অভাবের সংসারে ছিল। তাই সংসারের হাল ধরতে ওই মহিলা গ্রামেই একটি ছোট খাবারের দোকান চালান। রবিবার সন্ধ্যায় উদয় চৌধুরী ও মণীশ চৌধুরী নামে দুই যুবক তাঁর দোকানে গিয়ে অভব্য আচরণ শুরু করে। মহিলার দিকে লক্ষ্য করে অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদ করতেই পরিস্থিতি চরমে পৌঁছয়।

অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই দোকানে রাখা ফুটন্ত তেলের কড়াই থেকে তেল তুলে ওই মহিলার গায়ে ঢেলে দেয় অভিযুক্তরা। যন্ত্রণায় তাঁর আর্তনাদ শুনে গ্রামবাসীরা ছুটে আসার আগেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালায়। তড়িঘড়ি ওই মহিলাকে গিরিডি সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরের নীচের অংশ ও হাত মারাত্মকভাবে পুড়ে গিয়েছে।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই উদয় চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মণীশ এখনও পলাতক। পুলিশি বয়ানে নির্যাতিতা জানিয়েছেন, অভিযুক্তরা দীর্ঘক্ষণ ধরে তাঁকে উত্যক্ত করছিল। এই ঘটনার পর থেকে গ্রামজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ আধিকারিকদের আশ্বাস, অভিযুক্ত যুবককে শীঘ্রই ধরা হবে এবং আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।