আজকাল ওয়েবডেস্ক: ডাক্তারিতে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ভারতের সবচেয়ে চ্যালেঞ্জিং পরীক্ষাগুলির মধ্যে একটি। প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষা দেন। সম্প্রতি জামশেদপুরের এক তরুণ নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সকলের প্রশংসা অর্জন করেছেন৷ রাস্তায় মোবাইল ফোনের কভার বিক্রি করেন এই তরুণ৷ অনেক প্রতিকূলতা পেরিয়ে তিনি পরীক্ষায় সফল হয়েছেন৷ দিনমজুর তরুণটি এখন ঝাড়খন্ডের কোনও এক সরকারি হাসপাতালে ভর্তি হতে চান৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তরুণের নাম রোহিত কুমার। জামশেদপুরের রাস্তায় তিনি ঠেলাগাড়ি করে মোবাইল কভার বিক্রি করে অর্থ উপার্জন করতেন৷ সারাদিন কাজ করে রাতে পড়াশোনার করতেন। নিট ২০২৫-এ ৫৪৯ স্কোর করেছেন রোহিত। সর্বভারতীয় র্যাঙ্ক (AIR) ১২,৪৮৪। রোহিত কুমারের সাফল্যের ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে৷
রোহিতের যাত্রা শুরু থেকে খুব একটা সহজ ছিল না। তাঁর বাবা স্থানীয় সবজি বাজারে কাজ করতেন। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা শেষ করার পর, নিটের প্রস্তুতির জন্য তাঁকে কলেজ ছাড়তে হয়েছিল। অতিমারির সময় রোহিত একটি মেডিকেল স্টোরে কাজ করতেন। মূলত ওখানেই চিকিৎসক হিসেবে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত হন তরুণ।
রোহিতের কর্মকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশংসার বন্যা বইতে থাকে। প্রতিকূলতা পেরিয়ে তরুণের ডাক্তার হওয়ার স্বপ্নে সকলে উচ্ছ্বসিত। ফিজিক্সওয়ালার প্রতিষ্ঠাতা তথা সিইও অলখ পাণ্ডে রোহিতের এই জীবন সংগ্রাম তুলে ধরেছেন। তিনি নিজে গিয়ে রোহিতের সঙ্গে দেখা করেন এবং অভিনন্দন জানান। ফিজিক্সওয়ালার সিইও জানিয়েছেন, রোহিত তাদের উমীদ ব্যাচের পড়ুয়া ছিল। এই কোচিংয়ে নিখরচায় নিটের প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হয়।
