আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডে সম্প্রতি এক মর্মান্তিক ঘটনা ঘটে। এক যুবক তার স্ত্রীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অলৌকিকভাবে বেঁচে যান যুবতী৷ খবর মারফত জানা গিয়েছে তাঁরা উত্তরপ্রদেশের বাসিন্দা৷ ঘটনা জানাজানি হতে ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৫ বছর বয়সী খুশবু কুমারী মঙ্গলবার বারাণসী এক্সপ্রেসে করে বারাণসী যাচ্ছিলেন। বরকাকানা থেকে আসছিলেন তাঁরা৷ পূর্ব মধ্য রেল বিভাগের ভূরকুন্ডা ও পাত্রাতু স্টেশনের মাঝখানে ট্রেনটি যাওয়ার সময় এই ঘটনা ঘটে। আচমকা তাঁর স্বামী তাঁকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন৷ ফলস্বরূপ তিনি জলভরা খাদে পড়ে যান। 
আঘাতের পরও খুশবু অস্বাভাবিক ভাবে বেঁচে যান। 

সূত্রে জানা গিয়েছে, এক রেলওয়ে লাইনম্যান তাঁকে দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) কে খবর দেন। তাঁকে দ্রুত স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা প্রয়োজন বুঝে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (RIMS) -এ রেফার করেন। 

প্রাথমিক তদন্তে খুশবু জানিয়েছেন যে তিনি উত্তর প্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা। বছরখানেক আগে তাঁর বিয়ে হয়। তিনি অভিযোগ করেন তাঁর স্বামী হত্যার উদ্দেশ্যে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। পুলিশ মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে। বর্তমানে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সমস্ত প্রমাণ সংগ্রহ চলছে।