আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীর সরকার এবার প্রতিটি পরিবারের জন্য ‘ইউনিক ফ্যামিলি আইডি’ চালুর পরিকল্পনা করছে, যাতে সরকারি পরিষেবা পৌঁছায় আরও সঠিকভাবে ও দ্রুত। ২৮ জুন মুখ্যসচিব অতল দুল্লুর নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই উদ্যোগের রূপরেখা তৈরি হয়। তিনি জানান, এই পরিচয়পত্র সরকারকে জানাবে কোন পরিবার কোন প্রকল্পের সুবিধা পাচ্ছে এবং কোথায় ঘাটতি রয়েছে।

এই নতুন ব্যবস্থায় একাধিক দপ্তরের নথিপত্র বারবার জমা দেওয়ার ঝামেলা কমবে। সরকার বলছে, এতে প্রশাসনিক দায়বদ্ধতা বাড়বে এবং নাগরিকদের পরিষেবা পাওয়াও হবে সহজ। পরিকল্পনা ও তথ্যপ্রযুক্তি দপ্তরের আধিকারিকরা জানান, পরিবার শনাক্ত করতে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS) এবং আয়ুষ্মান ভারত (AB-PMJAY)-এর ডেটা ব্যবহৃত হবে। ভবিষ্যতে জন্ম, মৃত্যু বা স্থানান্তরের মতো পরিবর্তনগুলিও এই আইডিতে আপডেট করা যাবে।

এই উদ্যোগ সফল হলে কেন্দ্রশাসিত অঞ্চলের নাগরিকরা পাবেন আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর সরকারি পরিষেবা।