বীরেন ভট্টাচার্য, দিল্লি: রাজ্যসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিশ জারির আবেদন করল কংগ্রেস। দলের রাজ্যসভার মুখ্যসচেতক জয়রাম রমেশ চেয়ারম্যান জগদীপ ধনকরকে এই ব্যাপারে চিঠি লিখেছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাক্তন চেয়ারম্যানে সম্পর্কে যে মন্তব্য করেছেন, আগে কেউ তা করেননি। একইভাবে, এনডিএ সরকারের একমাস পূর্তিকে সামনে রেখে ১০টি ইস্যু সামনে এনে কেন্দ্রের থেকে জবাব চাইল কংগ্রেস।
চেয়ারম্যানকে লেখা চিঠিতে জয়রাম রমেশ উল্লেখ করেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আমি স্বাধীকারভঙ্গের অভিযোগ আনছি। ২০২৪ এর ২ জুলাই, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপনের জবাবি ভাষণে প্রধানমন্ত্রী মোদি বলেন, তারা যত সংখ্যার দাবিই করুক না কেন, আমরা যখন ২০১৪ সালে ক্ষমতায় আসি আমাদের রাজ্যসভায় সংখ্যা খুব কম ছিল এবং সেই সময় চেয়ারম্যান তাদের দিকে ঝুঁকে ছিলেন।’ কোনও নাম না করলেও, জয়রাম রমেশের দাবি, প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারিকে লক্ষ্য করেই এই মন্তব্য করা হয়েছে। তিনি চিঠিতে আরও বলেছেন, প্রাক্তন উপরাষ্ট্রপতি সম্পর্কে এই মন্তব্য অপ্রত্যাশিত এবং অবমাননাকর। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের অভিযোগ নিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জয়রাম রমেশ।
এদিকে, গত ৮ জুন শপথগ্রহণ করেছে এনডিএ সরকার। আজ বর্তমান কেন্দ্রীয় সরকারের সামনে ১০টি ইস্যু তুলে ধরেছে কংগ্রেস। দলের অফিসিয়াল এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘এই একমাসে কী হয়েছে? ভয়াবহ রেল দুর্ঘটনা, জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় ৮ জন সেনা জওয়ান শহিদ, ১০ জনের মৃত্যু, নিট প্রশ্নপত্র ফাঁস, স্নাতকোত্তর নিট পরীক্ষা স্থগিত, ইউজিসি–নেট পরীক্ষা স্থগিত, সিএসআইআর–ইউজিসি–নেট পরীক্ষা স্থগিত, দুধ, ডাল, সবজি, গ্যাস, টোলের মূল্যবৃদ্ধি, টাকার দামে পতন, বেকারত্ব গত ৮ মাসে রেকর্ড এবং পাইকারি মুদ্রাস্ফীতি ১৫ মাসের রেকর্ড ভেঙেছে।’ বেকারত্ব এবং মূল্যবৃদ্ধিকে লোকসভা নির্বাচনেও অন্যতম ইস্যু হিসেবে তুলে ধরেছিল বিরোধী তথা ইন্ডিয়া জোট। আজ সরকার গঠনের একমাস পর সেই ইস্যু তুলে সরকারের থেকে জবাব তলব করা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের কথায়, ‘প্রধানমন্ত্রীকে জম্মু ও কাশ্মীরের জঙ্গি হামলা রুখতে হবে।’
চেয়ারম্যানকে লেখা চিঠিতে জয়রাম রমেশ উল্লেখ করেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আমি স্বাধীকারভঙ্গের অভিযোগ আনছি। ২০২৪ এর ২ জুলাই, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপনের জবাবি ভাষণে প্রধানমন্ত্রী মোদি বলেন, তারা যত সংখ্যার দাবিই করুক না কেন, আমরা যখন ২০১৪ সালে ক্ষমতায় আসি আমাদের রাজ্যসভায় সংখ্যা খুব কম ছিল এবং সেই সময় চেয়ারম্যান তাদের দিকে ঝুঁকে ছিলেন।’ কোনও নাম না করলেও, জয়রাম রমেশের দাবি, প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারিকে লক্ষ্য করেই এই মন্তব্য করা হয়েছে। তিনি চিঠিতে আরও বলেছেন, প্রাক্তন উপরাষ্ট্রপতি সম্পর্কে এই মন্তব্য অপ্রত্যাশিত এবং অবমাননাকর। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের অভিযোগ নিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জয়রাম রমেশ।
এদিকে, গত ৮ জুন শপথগ্রহণ করেছে এনডিএ সরকার। আজ বর্তমান কেন্দ্রীয় সরকারের সামনে ১০টি ইস্যু তুলে ধরেছে কংগ্রেস। দলের অফিসিয়াল এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘এই একমাসে কী হয়েছে? ভয়াবহ রেল দুর্ঘটনা, জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় ৮ জন সেনা জওয়ান শহিদ, ১০ জনের মৃত্যু, নিট প্রশ্নপত্র ফাঁস, স্নাতকোত্তর নিট পরীক্ষা স্থগিত, ইউজিসি–নেট পরীক্ষা স্থগিত, সিএসআইআর–ইউজিসি–নেট পরীক্ষা স্থগিত, দুধ, ডাল, সবজি, গ্যাস, টোলের মূল্যবৃদ্ধি, টাকার দামে পতন, বেকারত্ব গত ৮ মাসে রেকর্ড এবং পাইকারি মুদ্রাস্ফীতি ১৫ মাসের রেকর্ড ভেঙেছে।’ বেকারত্ব এবং মূল্যবৃদ্ধিকে লোকসভা নির্বাচনেও অন্যতম ইস্যু হিসেবে তুলে ধরেছিল বিরোধী তথা ইন্ডিয়া জোট। আজ সরকার গঠনের একমাস পর সেই ইস্যু তুলে সরকারের থেকে জবাব তলব করা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের কথায়, ‘প্রধানমন্ত্রীকে জম্মু ও কাশ্মীরের জঙ্গি হামলা রুখতে হবে।’
