আজকাল ওয়েবডেস্ক: ধুমধাম বিয়ের আয়োজন। হুল্লোড়ে মেতে আত্মীয়রা। বিয়ের অর্ধেকের বেশি আচার সেরে ফেলাও হয়ে গিয়েছিল। বাকি ছিল সাত পাক ঘোরা আর সিঁদুরদান। মূল দু'টি আচারের কয়েক মিনিট আগেই বিয়ের মণ্ডপ ছেড়ে সবার চোখের সামনেই পালিয়ে গেলেন পাত্র। বিয়ে তো হলই না। আসর থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন তদন্তকারীরা। ঠিক কী ঘটেছে?
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। বিলাসবহুল হোটেলে বসেছিল বিয়ের আসর। পাত্রের নাম, সৌরভ আহুজা। মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে কোটি কোটি টাকা আর্থিক তছরুপ মামলার অন্যতম অভিযুক্ত তিনি। সৌরভের বিয়ের খবর পেয়েছিল তদন্তকারী দল ইডি। ইডি-র আধিকারিকরা বিয়ের আসরে আসছেন শুনেই পালিয়ে যান সৌরভ।
ইডি সূত্রে জানা গেছে, মহাদেব বেটিং অ্যাপে ১৫ হাজার কোটি টাকা তছরুপের মামলা ঘিরে তদন্ত চলছে। গা ঢাকা দিয়ে ছিলেন সৌরভ। অল্প কয়েকজন আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে সারতে চেয়েছিলেন। বিয়ের অনুষ্ঠান চলাকালীন তাঁর কাছে খবর যায়, ইডি হানা দিতে চলেছে। সাত পাক ঘোরার কয়েক মিনিট আগেই তিনি পালিয়ে যান। সকলকে জানিয়েছিলেন, ইমার্জেন্সি ফোন আসায় দ্রুত বেরিয়ে যেতে হচ্ছে।
ঘটনাস্থলে পৌঁছে সৌরভকে না পেয়ে তাঁর হবু স্ত্রী ও কয়েকজন আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকরা। সৌরভকে পালিয়ে যেতে সাহায্য করায় তিনজনকে গ্রেপ্তার করেছেন। এখনও তদন্ত চলছে। সৌরভের খোঁজেও তল্লাশি অভিযান চলছে।
