আজকাল ওয়েবডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় গত ২২ এপ্রিল মর্মান্তিক দুর্ঘটনার পর ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। রাজনৈতিক ভেদাভেদ ভুলে কেন্দ্রের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সমস্ত রাজনৈতিক দল।

এই পরিস্থিতিতে পহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদ করে প্রতিবেশী দেশকে আরও কড়া আক্রমণ তৃণমুল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির। জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর নিহতদের পরিবারদের সমবেদনা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন অভিষেক।

কিন্ত তারপর থেকে সেরকম ভাবে সক্রিয় দেখা যায়নি তাঁকে। কিন্তু দেশজুড়ে যা চলছে সেদিকে নজর যে তিনি রেখেছিলেন তা বোঝা গেল অভিষেকের রবিবারের পোস্টেই।

নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক এদিন লেখেন, 'গত কয়েকদিন ধরেই আমি দেশের সংবাদমাধ্যম এবং কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের দিকে নজর রাখছি। কীসের ভুল থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটল তার তদন্ত না করে তারা এমন একটা কাহিনীর দিকে জোর দিচ্ছে যেটা থেকে একটি বিশেষ রাজনৈতিক দল সুবিধা পাবে। আমার মনে হয় এখন এই সস্তা রাজনীতির সময় নয়, সামনাসামনি এই ইস্যুর মোকাবিলা করা উচিত। সার্জিক্যাল স্ট্রাইক বা পাকিস্তানকে হুমকি নয়, ওদেরকে ওদের ভাষাতেই মোক্ষম জবাব দিতে হবে। সময় এসেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের।'

 

?ref_src=twsrc%5Etfw">April 27, 2025

 

উল্লেখ্য, পহেলগাঁওয়ের ঘটনার পর সর্বদল বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে কেন্দ্রীয় সরকারের বড় স্বস্তি। শত্রুপক্ষের বিরুদ্ধে সরকারের যেকোনও পদক্ষেপেই কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলির পূর্ণসমর্থন রয়েছে বলে ঘোষণা করা হল।

সর্বদল বৈঠক শেষে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী খোদ এই সমর্থনের কথা জানিয়েছেন। এ দিনের বৈঠকে অবশ্য উপত্যকায় গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করে নেয় কেন্দ্র।