আজকাল ওয়েবডেস্ক: এ কী! মহাকুম্ভের ভিড়ে এবার হাজির হলেন খোদ হ্যারি পটার। ভিড়ের মধ্যেই প্রসাদের থালা হাতে দাঁড়িয়ে তিনি। পরনে সাধারণ, ছাপোষা পোশাক। কাউকে তোয়াক্কা না করেই আঙুল চেটে প্রসাদ খাচ্ছেন। মহাকুম্ভের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, নতুন করে নজর কাড়ল নেটিজেনদের। শুরু জোর চর্চা।
বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে এক যুবক। যাঁকে মহাকুম্ভের ভিড়ে দেখা গিয়েছে। একঝলক দেখলেই মনে হবে, গল্পের পাতা থেকে উঠে যেন খোদ হ্যারি পটার চলে এসেছেন মহাকুম্ভের মেলায়। শালপাতার থালা হাতে খাচ্ছেন প্রসাদ। পরনে নীল রঙের জামা, বেজ রঙের প্যান্ট। কাঁধে ধূসর রঙের শাল। প্রসাদেই মন তাঁর। মনে হবে, যেন অভিনেতা ড্যানিয়েল ব়্যাডক্লিফ মহাকুম্ভে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছেন।
ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে। যুবকের নাম জানা যায়নি। কিন্তু ভাইরাল ভিডিও দেখে নেটিজেনরা জানিয়েছেন, এই যুবককে হুবহু ড্যানিয়েল ব়্যাডক্লিফের মতোই দেখতে। অনেকেই যুবকের প্রশংসা করে লিখেছেন, 'দেখে ভাল লাগছে, তিনি একটুও প্রসাদ নষ্ট করলেন না। ভক্তি ভরে সবটুকু খেলেন।' মোনালিসার উদাহরণ টেনে একজন লিখেছেন, 'মোনালিসার মতো এই যুবকও হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পেতে পারেন।'
