আজকাল ওয়েবডেস্ক: দিনে দিনে আরও জটিল হচ্ছে পরিস্থিতি। আমেরিকার হামলার বদলা নিতে এবার কাতারে ইউএস এয়ারবেসে হামলা ইরানের। আকাশপথে উদ্বেগ বাড়তেই বড় ঘোষণা ভারতের বিমান সংস্থাগুলির।
ইন্ডিগো বিবৃতি দিয়ে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিতে এই সংস্থার বেশকিছু বিমান বিলম্বে চলতে পারে কিংবা বদল হতে পারে রাস্তা। যাত্রীদের প্রতিমুহূর্তের আপডেট নেওয়ার কথা জানিয়েছে সংস্থা।
চলমান পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তাদের দোহাগামী ফ্লাইটটি কোচি থেকে মাস্কাটে ঘুরিয়ে দিয়েছে এবং কান্নুর থেকে নির্ধারিত ফ্লাইটটি ফিরিয়ে দিয়েছে। একইসঙ্গে জানিয়েছে কাতারের উদ্দেশে ওই সংস্থার আর কোনও বিমান নেই। যাত্রীদের উদ্দেশে বিবৃতি জারি করেছে স্পাইসজেট।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতিতে, এয়ার ইন্ডিয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে এই অঞ্চলের পাশাপাশি উত্তর আমেরিকা ও ইউরোপের পূর্ব উপকূলে সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে। উত্তর আমেরিকা থেকে ভারতগামী ফ্লাইটগুলি তাদের নিজ নিজ উৎসস্থলে ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং অন্যগুলি ভারতে ফিরিয়ে আনা হচ্ছে অথবা বন্ধ আকাশসীমা থেকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে পথ। যাত্রীদের পরিস্থিতি বোঝার অনুরোধ জানিয়েছে এই সংস্থা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, কাতারে ইরানের হামলার পর, সোমবার কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং ইরাক জানিয়েছে যে তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের আকাশসীমা বন্ধ করে দিচ্ছে।
ইরান হামলা চালাতে পারে এই আশঙ্কায় নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল কাতার। তারপরেই এই হামলা। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তারা দেশের আকাশে ক্ষেপণাস্ত্রের মতো কিছু দেখেছেন।
হামলার ঠিক আগে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এক্স-এ লিখেছিলেন, "আমরা যুদ্ধ শুরু করিনি এবং চাইওনি। কিন্তু আমরা মহান ইরানের উপর আক্রমণের কোনও উত্তর না দিয়ে ছাড়ব না।" এই হামলার কারণ বর্ণনা করেছে ইরান ইতিমধ্যে।
অন্যদিকে ইরানের হামলার নিন্দা করেছে কাতার। দেশের মুখপাত্র এক্স-এ জানিয়েছেন, "কাতার আল-উদেইদ বিমান ঘাঁটিতে ইরান রেভলিউশনারি গার্ডের হামলার তীব্র নিন্দা জানায়। আমরা এটিকে কাতার রাষ্ট্রের সার্বভৌমত্ব, এর আকাশসীমা, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রপুঞ্জের নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করি। আমরা নিশ্চিত করছি যে আন্তর্জাতিক আইন অনুসারে এই নির্লজ্জ আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়া জানানোর অধিকার কাতারের রয়েছে। আমরা আশ্বস্ত করছি যে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে আক্রমণ প্রতিহত করেছে এবং ইরানি ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করেছে। "
