আজকাল ওয়েবডেস্ক: চলন্ত ট্রেন, কেউ নিজের আসনে বসে খোশগল্পে ব্যস্ত। কেউ বই পড়ছেন, গান শুনছেন। কেউ কেউ আবার গা এলিয়ে বিশ্রাম করছেন। এসবের মধ্যেই প্রেমে বুঁদ এক দম্পতি। জানালার ধারে ঘনিষ্ঠভাবে বসে তাঁরা। কিন্তু সেখানেই থামলেন না! যা করলেন তাতে প্রবল অস্বস্তিতে পড়েন সহযাত্রীরা।
ঘনিষ্ঠ থেকে ক্রমশ অতি ঘনিষ্ঠ হলেন ওই যুগল। তারপর...! দেখে তাজ্জাব সকলে। বেমালুম সব ভুলে যুবক, যুবতীর গালে বার বার চুম্বন করতে থাকেন। সেই দৃশ্য উল্টোদিকে বসে এর যাত্রী ভিডিও করেন। যা সমাজ মাধ্যমে পোস্ট করতেই ভাইরাল।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ⚡sunil kushwaha⚡ (@soul_hacker_14345)
ভালোবাসার প্রদর্শনে কোনও ভুল নেই, তবুও নিজের আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা এবং অন্যদের অস্বস্তিতে না ফেলার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত, এই যুগল সেই সীমা লঙ্ঘন করছে এবং জনসমক্ষে অনুপযুক্ত আচরণ করছে।
এই যুগনের কীর্তি দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তীব্র ঘৃণা এবং অসম্মতি প্রকাশ করেছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন – "সরকার অবিবাহিত দম্পতিদের জন্য Oyo নিষিদ্ধ করেছে, তাই তাঁরা ট্রেন পরিষেবা ব্যবহার করছে…।" অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন- "এদের কোনও লজ্জা নেই।" আরেকজন লিখেছেন – "এটি অত্যন্ত জঘন্য, তাঁরা তাদের আশেপাশের পরিবেশ সম্পর্কেও সচেতন বলে মনে হয় না।"