আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিগো বিমানের এক ক্রু-এর বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুর গলা থেকে সোনার চেন চুরির অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুতে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগকারিণী প্রিয়াঙ্কা মুখার্জী জানিয়েছেন, তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে থিরুবনন্তপুরম থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো ফ্লাইট 6E 661-এ ভ্রমণ করছিলেন। বিমানে থাকা এক কেবিন ক্রু, অদিতি অশ্বিনী শর্মা, তাঁর এক সন্তানকে টয়লেটের দিকে নিয়ে যান। এরপরই শিশুটির গলা থেকে ২০ গ্রাম ওজনের, আনুমানিক ৮০,০০০ টাকা মূল্যের সোনার চেইনটি নিখোঁজ হয়ে যায়।

ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "থিরুবনন্তপুরম থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইট 6E 661-এ আমাদের এক কর্মীর সঙ্গে জড়িত একটি সাম্প্রতিক ঘটনার বিষয়ে আমরা অবগত। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছি।"

পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।