আজকাল ওয়েবডেস্ক: ২৩ এপ্রিল, বুধবার বিশ্বব্যাংক ভারতের ২০২৫-২৬ অর্থবছরের জন্য অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস ০. ৪ শতাংশ কমিয়ে ৬.৩ শতাংশ নির্ধারণ করেছে। পূর্ববর্তী পূর্বাভাসে এই হার ছিল ৬.৭ শতাংশ।

বিশ্বব্যাংকের ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: ট্যাক্সিং টাইমস’ প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি বিনিয়োগে মন্থর গতি এবং সরকারি মূলধনী ব্যয়ে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় বৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল মঙ্গলবার ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৬.৫ শতাংশ থেকে কমিয়ে ৬.২ শতাংশ করেছে।

বিশ্বব্যাংক জানিয়েছে, মুদ্রানীতি শিথিলকরণ এবং নিয়ন্ত্রক পরিবেশ সহজ করার ফলে কিছুটা উপকার মিললেও আন্তর্জাতিক দুর্বলতা ও নীতিগত অনিশ্চয়তা বৃদ্ধিকে প্রভাবিত করবে। কর ছাড়ে উপভোক্তা ব্যয় বাড়বে বলে আশা করা হলেও রপ্তানি চাহিদা হ্রাস পাবে আন্তর্জাতিক বাণিজ্য দুর্বল হওয়ার কারণে।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর ক্ষেত্রেও বৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। ২০২৫ সালে এই অঞ্চলের মোট বৃদ্ধি ৫.৮ শতাংশে নেমে আসবে বলে ধারণা, যা আগের পূর্বাভাসের চেয়ে ০.৪ শতাংশ কম।

বিশ্বব্যাংক আরও জানিয়েছে, রাজস্ব আদায় বৃদ্ধির মাধ্যমে অঞ্চলটি ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলায় সক্ষম হতে পারে।