আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক উত্তেজনার মধ্যেই নৌ বাহিনীর হাতে এল নতুন যুদ্ধ জাহাজ আইএনএস আর্নালা। তৈরি করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)। তুলনায় ছোট এই জাহাজ সাবমেরিন বা ডুবোজাহাজের বিরুদ্ধে লড়াইয়ে দেশের নৌবাহিনীকে সহায়তা করবে। জাহাজটি ৭৭.৬ মিটার লম্বা এবং ১০.৫ মিটার চওড়া।
প্রসঙ্গত, বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে এই জাহাজটি তৈরি করা হয়েছে। যা দেশের যুদ্ধ জাহাজ নির্মাণের ইতিহাসে প্রথম। জিআরএসই-র সঙ্গে যৌথভাবে এই কাজ করেছে এল অ্যান্ড টি কাট্টুপাল্লি। এই প্রকল্পের অধীনে তৈরি করা হচ্ছে মোট ১৬টি এই ধরনের যুদ্ধ জাহাজ। বৃহস্পতিবার আইএনএস আর্নালা নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, জাহাজ তৈরির ৮৮ শতাংশ উপকরণ দেশীয়। আয়তনে ছোট হলেও এই জাহাজ যথেষ্ট কার্যকরী। সমুদ্রে তুলনায় অগভীর এলাকায় এই জাহাজ কাজে লাগানো হবে। হাল্কা ওজনের টর্পেডো, সাবমেরিন বা ডুবোজাহাজ ধংসের রকেট এবং সেইসঙ্গে তিনটি 'ওয়াটার জেট' এতে সংযুক্ত করা হয়েছে। দক্ষতা, দ্রুততা এবং নিপুণতা হল এই ধরনের যুদ্ধজাহাজের বিশেষ বৈশিষ্ট।
