আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানার করনাল এলাকার বাসিন্দা আকাশকে ভারতে ফেরত পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশে ফেরত আসার পরদিনই আকাশের ঝুঁকিপূর্ণ যাত্রার কাহিনী সামনে এনেছে তাঁর পরিবার। সেই কাহিনী রহস্য রোমাঞ্চ উপন্যাসের থেকে কোনও অংশে কম কিছু নয়। আকাশের পরিবারের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, ওই পানামার গভীর জঙ্গলে আরও সঙ্গীদের সঙ্গে এক শিবিরে রয়েছেন। অনেক জায়গায় দেখা গিয়েছে, বেশ কয়েকজন মহিলা এবং শিশু নদী পার করছেন। পরিবারের তরফে জানানো হয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে মার্কিন মুলুকের উদ্দেশে রওনা দিয়েছিলেন আকাশ। কিন্তু যাত্রাপথে সোজা রাস্তা ছেড়ে ইচ্ছাকৃত ভাবে পানামা খাল দিয়ে পার করানো হয়েছিল তাদের।

 

উল্লেখ্য, আকাশ ১০ মাস আগে ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন এবং গত ২৬ জানুয়ারি মেক্সিকো সীমান্ত প্রাচীর টপকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। জানা যায়, যুক্তরাষ্ট্রে প্রবেশের দুটি অবৈধ রাস্তা রয়েছে। একটি সরাসরি মেক্সিকোর মাধ্যমে এবং অন্যটি ‘ডাংকি রুট’ নামে পরিচিত। এই রাস্তায় যারা অবৈধ ভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চান তাদের বিভিন্ন দেশ অতিক্রম করতে হয়। এমনকি, যাত্রাপথে একাধিক ভয়ঙ্কর জঙ্গল, বিপজ্জনক নদী ও সমুদ্র পার করতে হয়। এই যাত্রায় একাধিক বিমান, ট্যাক্সি, কন্টেইনার ট্রাক, বাস ও নৌকার মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। আকাশের পরিবারের অভিযোগ, সরাসরি মেক্সিকোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য টাকা দিয়েছিলেন তারা। কিন্তু আকাশকে আরও দীর্ঘ ও বিপজ্জনক ডাংকি রুটের মাধ্যমে আমেরিকায় পাঠানো হয়।