আজকাল ওয়েবডেস্ক: গত দুই বছরে ১১৪৩টি বোমাতঙ্কের ভুয়ো ফোন পেয়েছে ভারতের বিমান সংস্থাগুলি। এই পরসংখ্যান ২০২২ সালের আগস্ট থেকে ২০২৪ এর ১৩ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে ২০২৪ সালেই ৯৯৪টি ভুয়ো ফোন করা হয়েছে। সংসদে কেন্দ্রের তরফ থেকে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। 

বুধবার অসামরিক বিমানমন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহোল বিধায়ক কার্তিকেয় শর্মার প্রশ্নের উত্তরে বলেন, "২০২২ সালের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ২৭টি ভুয়ো ফোন এসেছিল। ২০২৩ সালে সেই সংখ্যাটি দাঁড়ায় ১২২-এ। আশ্চর্যজনক ভাবে এই বছরের নভেম্বর মাসের মধ্যে ৯৯৪টি ফোন এসেছে।" তিনি এও জানিয়েছেন, এই বিভিন্ন স্থান থেকে এই ফোনগুলি এসেছিল। 

বিধায়ক জন ব্রিট্টাসের প্রশ্নের উত্তরে মুরলীধর জানান, এই বোমাতঙ্কের ফোনের ফলে বিমান পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, অসামরিক বিমান সুরক্ষা ব্যুরো এই সকল হুমকি রোধে সদা সতর্ক। বিমান সংস্থাগুলিকেও সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে ৬৮০টি ভুয়ো ফোন পেয়েছে বিমান সংস্থাগুলি। এর মধ্যে সবচেয়ে বেশি ফোন পেয়েছে ইন্ডিগো। ১৯৭টি ফোন পেয়েছে এই সংস্থা। এয়ার ইন্ডিয়া ১৯১টি, ভিস্তারা ১৫১টি, আকাসা এয়ার ৬৭টি এবং স্পাইস জেট ২৯টি ফোন পেয়েছে।