আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি অপারেশন সিঁদুরে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে ভারতীয় বায়ুসেনা। এমনকি, যুদ্ধবিরতি ঘোষণার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বায়ুসেনাকে। পরিদর্শন করেছেন একাধিক এয়ারবেসও। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির পর সাংবাদিক সম্মেলনে নিজেদের অপারেশনের বিস্তারিত জানিয়েছিলেন এয়ার মার্শাল এ-কে-ভারতী। এবার ফের একবার একটি জাঁকজমকপূর্ণ ভিডিওর মাধ্যমে ভারতের আকাশরক্ষার শপথ পুনরায় দৃঢ়ভাবে জানাল ভারতীয় বায়ুসেনা।

?ref_src=twsrc%5Etfw">May 20, 2025

এক্স হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে ভারতীয় বায়ুসেনার প্রস্তুতির ব্যাকগ্রাউন্ডে বাজছে পীযূষ মিশ্রর কণ্ঠে গাওয়া আইকনিক গান ‘আরম্ভ হে প্রচণ্ড হে’। ভিডিওটিতে বায়ুসেনার বিভিন্ন সাম্প্রতিক অপারেশন, আধুনিক প্রযুক্তিগত সাফল্য এবং জাতীয় নিরাপত্তার প্রতি তাদের অবিচল অঙ্গীকার তুলে ধরা হয়েছে। ভিডিওটিতে ভারতীয় বায়ুসেনার তরফে এক বার্তা দেওয়া হয়েছে, ‘Indian Air Force responds with resolve, always’। সঙ্গে ভেসে উঠেছে যুদ্ধবিমানের গতি ও শক্তির দৃশ্য। সেখানে লেখা হয়েছে ‘অদৃশ্য, অপ্রতিরোধ্য, অতুলনীয়’।

?ref_src=twsrc%5Etfw">May 18, 2025

প্রসঙ্গত, এর আগে রবিবার ভারতীয় নৌসেনার তরফে একটি ভিডিও প্রকাশ করে বার্তা দেওয়া হয়েছিল, ভারতীয় নৌসেনা সবসময় প্রস্তুত শান্তি রক্ষায় এবং হুমকির ধ্বংসে। সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা গিয়েছিল কিংবদন্তি কবি রামধারী সিংয়ের লেখা ‘দিনকর’-এর কিছু অংশ।  যা মূলত মহাভারতের যুদ্ধের আগে কৌরবদের প্রতি শ্রীকৃষ্ণের হুঁশিয়ারির কাব্যিক রূপ। গত ১২ মে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের সাংবাদিক সম্মেলনে রামধারী সিং দিনকরের কবিতা ব্যবহারের তাৎপর্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল। এয়ার মার্শাল এ কে ভারতী রামায়ণের একটি শ্লোক উল্লেখ করে উত্তর দিয়েছিলেন। তবে অপারেশন সিঁদুরের পর ভারতের কূটনৈতিক বার্তাও স্পষ্ট: ‘ভারত শান্তির বার্তা দিতে জানে, কিন্তু আঘাতের জবাবও দিতে জানে’।