আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় মহাকাশ খাতের গত দশ বছরে জিডিপিতে অবদান ৬০ বিলিয়ন ডলার। তাছাড়া, মহাকাশ খাতে কর্মসংস্থান তৈরি হয়েছে ৪৭ লক্ষ। এমনটাই জানাচ্ছে রিপোর্ট। পরিসংখ্যান বলছে, ভারত মহাকাশ খাতে বিনিয়োগ করেছে ১৩ বিলিয়ন ডলার। তার বিনিময়ে জিডিপিতে অবদান ৬০ বিলিয়ন ডলার। মহাকাশ খাতে রাজস্ব ২০১৪ সালে ছিল ৩.৮ বিলিয়ন ডলার।
২০২৩ সালে দাঁড়িয়ে তা বেড়েছে ৬.৩ বিলিয়ন ডলার। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইসরোর পরামর্শক সংস্থা নোভাস্পেস এমনটাই জানিয়েছে। সংস্থার অনুমোদিত নির্বাহী উপদেষ্টা স্টিভ বোয়েঙ্গার জানান, মহাকাশ খাতে বিনিয়োগ বা রাজস্বের মাধ্যমে উৎপন্ন প্রতিটি ডলার দেশের অর্থনীতিতে অতিরিক্ত সুবিধা দিয়েছে।
সরকারি এবং বেসরকারি খাতের মাধ্যমে ৯৬,০০০ মানুষের নিয়োগ হয়েছে এই সেক্টরে। রিপোর্টে বলা হয়েছে, তহবিলের দিক থেকে ভারত বিশ্বের অষ্টম বৃহত্তম মহাকাশ দেশ। প্রতিদিন ইসরো দ্বারা প্রতিদিন প্রায় আট লক্ষ মৎস্যজীবী উপকৃত হচ্ছেন। ১৪কোটি মানুষ ভারতীয় স্যাটেলাইট-ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাসের সুবিধা পাচ্ছেন।
