আজকাল ওয়েবডেস্ক: ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে ফরাসী প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রঁকে আমন্ত্রণ জানাল ভারত। প্রথমে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। তবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসতে পারবেন না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন জো বাইডেন। এরপরই ভারত সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হল ফরাসী প্রেসিডেন্টকে। তবে ম্যাক্রঁ আসার বিষয়ে সম্মতি দিয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসে প্রতি বছরেই প্রধান অতিথি হিসাবে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়। এর মাধ্যমে ভারত সরকার সেই দেশের সঙ্গে কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখে। ভারত এবং ফ্রান্সের মধ্যে সম্পর্ক বরাবরই ভাল। সেপ্টেম্বর মাসে ভারতের জি টোয়েন্টি সামিটে যোগদান করেছিলেন ফরাসী প্রেসিডেন্ট। এরপর উভয় দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তিও সই হয়েছিল। নিজের এক্স হ্যান্ডেলে সেকথা লিখেছিলেন খোদ প্রধানমন্ত্রী।