আজকাল ওয়েবডেস্ক: সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাল ইন্ডিয়া ব্লক। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আপ, এনসিপি সহ বাকি দলের সাংসদরা এদিনের বিক্ষোভে অংশ নেয়। স্বাস্থ্যবিমার ক্ষেত্রে ১৮ শতাংশ জিএসপি প্রত্যাহার নিয়ে এদিন এই বিক্ষোভ হয়। সংসদ ভবনের মকর দ্বারের কাছে এই বিক্ষোভ করা হয়। কর নিয়ে সন্ত্রাস করছে কেন্দ্র সরকার, এই অভিযোগ তুলে ইন্ডিয়া ব্লকের সাংসদরা প্রতিবাদ করেন।

পরে নিজের এক্স হ্যান্ডেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, দেশের মধ্যবিত্তের উপর বাড়তি চাপ দিয়েছে কেন্দ্র। এর বিরুদ্ধে প্রতিবাদ করবে ইন্ডিয়া ব্লক। যেভাবে জিএসটি আদায় নিয়ে সাধারণ মানুষের উপর বোঝা চাপছে তা থেকে দেশবাসীকে মুক্ত করতে হবে। মোদি সরকারের কর নীতির ফলে চূড়ান্ত ভুগছেন সাধারণ মানুষ। স্বাস্থ্যক্ষেত্রে যে কর আদায় করা হচ্ছে তা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। একে গব্ব সিং ট্যাক্স বললেও ভুল বলা হবে না।

এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধীও লেখেন, মোদি সরকার স্বাস্থ্য বিমা থেকে ২৪ হাজার কোটি টাকা কর হিসাবে তুলে নিচ্ছে। এরফলে স্বাস্থ্যক্ষেত্রে ভবিষ্যতে যে আকাল দেখা দেবে তার সামনে পড়বে দেশবাসী। বিজেপি সরকার সাধারণ মানুষকে লুঠ করার সবধরণের চেষ্টা করে যাচ্ছে বলেও এদিন সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন বিক্ষোভে সামিল ছিল তৃণমূল কংগ্রেসের সাংসদরা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে এবিষয়ে চিঠি দিয়েছেন। তার আগে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গাডকারি এই বিষয়ে নির্মলা সীতারমনকে চিঠি দিয়েছিলেন। স্বাস্থ্য ক্ষেত্রে বিমায় জিএসটি প্রত্যাহার নিয়ে এখন গোটা দেশ সরব হচ্ছে। আগামীদিনে এই ইস্যু বড় আন্দোলনের জন্ম দেবে বলেই মনে করছে ইন্ডিয়া ব্লক।