আজকাল ওয়েবডেস্ক: বিরোধীদের 'ইন্ডিয়া' জোট ধুঁকছে। জোটের ফাটল প্রকাশ্যে আনলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। নীতীশ কুমারকে এনডিএ শিবিরে ফিরে যাওয়া জন্যও ওমর ইন্ডিয়া জোটকে দায়ী করেছেন। বিজেপির দাবি, আবদুল্লার মন্তব্য বাস্তব অবস্থা যাচাই করে করা, কিন্তু বিরোধীরা সেই সত্য উপেক্ষা করছেন। 

এমর বলেছেন, "আমি বিশ্বাস করি যে আমরা নীতীশ কুমারকে এনডিএ-র হাতে ফিরিয়ে দিয়েছি।" শনিবার এইচটি লিডারশিপ সামিটে আবদুল্লা বলেন, "২০২৪ সালের লোকসভা নির্বাচনকে বিবেচনা করে ২০২৩ সালে ইন্ডিয়া জোট গঠনের জন্য বিহারের মুখ্যমন্ত্রী প্রচেষ্টা করেছিলেন।"

জম্মু ও কাশ্মীরে ক্ষমতায় থাকা ন্যাশনাল কনফারেন্স পার্টির এবং বিরোধী জোটের শরিক আবদুল্লা, একটি বৈঠকে অংশ নেওয়ার কথা স্মরণ করেন যেখানে নীতীশ কুমারকে জোটের আহ্বায়ক পদ থেকে বঞ্চিত করা হয়েছিল।

ওমরের কথায়, "আমি সেই বৈঠকে অংশ নিয়েছিলাম যেখানে আমরা আলোচনা করছিলাম যে নীতীশজিকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক করা উচিত কিনা। আমরা নীতীশ কুমারের সঙ্গে বৈঠকে বসেছিলাম।কিন্তু একজন নেতা সব ভুন্ডুল করে দেন।"

এরপরই নীতীশ কুমারের জেডিইউ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে আরজেডির হাত ছেড়ে  এনডিএতে চলে যায়। এই বছর বিহার নির্বাচনে এনডিএ জয়লাভ করে। ধরাশায়ী আরজেডি এবং কংগ্রেস।

আবদুল্লা সাফ বলেন, "ইন্ডিয়া জোট একরকম লাইফ সাপোর্টে আছে।"  এর আগেও এই বিরোধী জোটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওমর।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) বিহারে 'মহাগঠবন্ধন'-এর অংশ ছিল না, যা নিয়েও প্রশ্ন তুলেছেন ওমর। তাঁর প্রশ্ন, বনিবনা না হওয়ায় বিহারে বিরোধী জোটে হিমন্ত সোরেনের দল ছিল না। যদি আগামীকাল জেএমএম জোট ত্যাগ করে তাহলে তাদের কী দোষী সাব্যস্ত করা যায়? 

আবদুল্লা ব্লকের কার্যকারিতা সম্পর্কে জানতে চান। বলেন, "আমাদের একজোট হিসেবে কাজ করা উচিত; অন্যথায়, আমরা একটি রাজ্য-নির্দিষ্ট জোট হয়েই তেকে যাব।" তিনি বলেন, "কিন্তু যদি আমরা নিজেদেরকে ইন্ডিয়া জোট বলি, তাহলে আপনাদের আরও সামগ্রিক হতে হবে।"

জোটের নিন্দা করে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, "বিজেপি এমনভাবে নির্বাচন লড়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করেছে যেন তাদের জীবন তাদের উপর নির্ভরশীল, যেখানে আমরা (ইন্ডিয়া ব্লক) এমনভাবে লড়াই করেছি যেন আমাদের কোনও পরোয়া নেই। আমরা এনডিএ-র তুলনায় নির্বাচন এবং প্রচারে ততটা প্রতিশ্রুতিবদ্ধ নই।"  

বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, আবদুল্লার মন্তব্য ইন্ডিয়া জোটের জন্য "বাস্তবতার আয়না।" তিনি বলেন, "ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা বাস্তবতার আয়না দেখিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে, কীভাবে ইন্ডিয়া জোট নীতীশ কুমারকে অপমান করেছিল। তিনি স্বীকার করেছেন যে, বিহারের মহাগঠবন্ধন কীভাবে জেএমএমের প্রতি অন্যায় করেছিল এবং তাদের হতাশায় ফেলেছিল।"  পুনাওালার আরও দাবি, "কিন্তু বিরোধী জোটের শরিক নেতারা এরপরও একগুঁয়ে অবস্থান বজায় রাখবেন। এটা সুবিধার জোট। কল্পনার প্রতিচ্ছবিষ।"