আজকাল ওয়েবডেস্ক: মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস. জয়শঙ্করের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেন।
দু’টি ফোনালাপেই পররাষ্ট্রমন্ত্রী রুবিও চলমান উত্তেজনা হ্রাস এবং সরাসরি যোগাযোগ পুনঃস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন, যেন ভুল বোঝাবুঝি ও সংঘাত এড়ানো যায়। তিনি উভয় পক্ষকে গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা প্রদানের প্রস্তাব দেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর এক্স-এ লিখেছেন, “আজ সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আমার কথা হয়েছে। ভারতের দৃষ্টিভঙ্গি সবসময়ই পরিমিত এবং দায়িত্বশীল ছিল এবং থাকবে।”
এদিকে, পাকিস্তানের পক্ষ থেকেও আলোচনার বিষয়ে ইতিবাচক মনোভাবের ইঙ্গিত মিলেছে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বড় আকারে আন্তর্জাতিক সম্প্রদায় নজর রাখছে বলেই পর্যবেক্ষকদের মত।
