আজকাল ওয়েবডেস্ক: বাড়ির মালিকের সঙ্গে প্রেম বছরখানেকের। তারপরেও ওই প্রেমিকার গায়েই আগুন ধরিয়ে দিলেন প্রৌঢ়া। অভিযোগ তেমনটাই। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানাচ্ছে, ওই মহিলা মূলত সম্পত্তির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

ঘটনাস্থল ওড়িশার গঞ্জম জেলা। পুলিশ ৫৭ বছর বয়সী সুদেষ্ণা জেনাকে গ্রেপ্তার করেছেন। অভিযোগ, ৭২ বছর বয়সী হরিহর সাহুকে খুন করেছেন তিনি, পরিকল্পিতভাবে। পুলিশ জানিয়েছে,  সুদেষ্ণা এবং অবসরপ্রাপ্ত রাজস্ব পরিদর্শক সাহু গত প্রায় পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন। একই বাড়িতেই থাকতেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সুদেষ্ণা হরিহরের ঘরে প্রবেশ করেন। হরিহর তখন ঘুমোচ্ছিলেন। ৭২ বছরের হরিহরের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন সুদেষ্ণা। শুধু তাই নয়, প্রমাণ লোপাটের জন্য কেরোসিনের বোতল আগুনের মধ্যেই ছুঁড়ে দেন, অন্যত্র ফেলে দেন হরিহরের মোবাইল ফোনটিও।

প্রতিবেশীদের হাঁক-ডাক করেন। বলেন, দু’ জন ঘরের ভিতর ঢুকে খুনের চেষ্টা করেছে হরিহরকে। প্রতিবেশীদের জানান, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিই হরিহরের গায়ে আগুন লাগিয়ে দেয়।

তাঁকে উদ্ধার করে প্রথমে বেরহামপুর পরে কটক  হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয়েছে বৃদ্ধের। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, সম্পত্তির জন্যই, এই খুনের পরিকল্পনা করেছিলেন সুদেষ্ণা। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রেপ্তার করা হয়েছে সুদেষ্ণাকে।