আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রাতে আসামের মরিগাঁও জেলা কারাগার থেকে পালাল পাঁচ বন্দি। জানা গিয়েছে, পলাতক পাঁচ বন্দিই পকসো আইনের ধারায় সাজা ভোগ করছিল। কারাগারের ২০ ফুট উঁচু পাঁচিল পেরিয়ে পালিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, লুঙ্গি, কম্বল এবং বিছানার চাদরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পাঁচিল টপকে পালিয়েছে ওই পাঁচ বন্দি। কারাগার সূত্রে খবর, পলাতকদের মধ্যে সাইফুদ্দিন, জিয়ারুল ইসলাম, নুর ইসলাম, মফিদুল এবং আব্দুল রশিদ রয়েছেন, সকলেই পকসো-ধারায় সাজাপ্রাপ্ত বলে জানা গিয়েছে।
শুক্রবার গভীর রাতে এই পালানোর ঘটনা জেলের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষকেও উদ্বেগে ফেলেছে। মরিগাঁও জেলা কারাগার বর্তমানে সুপারিনটেনডেন্ট প্রশান্ত সাইকিয়ার তত্ত্বাবধানে রয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক পল্লবী কাছারিও দায়িত্বে রয়েছেন।
ঘটনার পর বন্দিদের পাকড়াও করতে অভিযান শুরু করেছে জেল কর্তৃপক্ষ। গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এছাড়াও, তদন্ত শুরু হয়েছে যাতে জানা যায় বন্দিরা কীভাবে তাদের পালানোর জন্য পরিকল্পনা এবং কার্যকর করতে সক্ষম হয়েছিল।
