আজকাল ওয়েবডেস্ক: দুর্যোগের মেঘ আরও ঘনাচ্ছে আকাশে। পরপর ভূমিধস, বন্যায় তছনছ হতে পারে দেশের বিস্তীর্ণ এলাকা। আগস্টের শুরুতেই লা নিনার প্রভাব ঘিরে আগেভাগে সতর্ক করল মৌসম ভবন। আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর জুড়ে দুর্যোগ আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে।

কেন্দ্রীয় মৌসম ভবনের সচিব মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, বিদায় নিচ্ছে এল নিনো। এবার লা নিনার প্রভাব পড়বে আবহাওয়ায়। বর্ষার দ্বিতীয় ভাগে অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের অধিকাংশ রাজ্যে স্বাভাবিক, স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। তবে উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারতের কয়েকটি জায়গায়, লাদাখ, সৌরাষ্ট্রে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে।

জুন, জুলাইয়ে দেশের একাধিক জেলায় বৃষ্টির ঘাটতি ছিল। আগস্ট, সেপ্টেম্বরে সেই ঘাটতি পূরণ হবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হলে ভূমিধস, বন্যা, হড়পা বানের সম্ভাবনা থাকে। ওয়েনাড় ভূমিধসে তিনশোর অধিক প্রাণহানির ঘটনার পরেই আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল মৌসম ভবন।