আজকাল ওয়েবডেস্ক:  ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৬ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, হায়দরাবাদ থেকে দিল্লিগামী একটি ইন্ডিগো বিমানে তিনি এক মহিলার পাশে বসে হস্তমৈথুন করেন।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি দিল্লির রোহিনির বাসিন্দা। বিমানে ওই ব্যক্তির পাশের সিটেই বসেছিলেন ৪৪ বছর বয়সি এক মহিলা। ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বলেন, অভিযুক্ত ব্যক্তি মাঝআকাশে হঠাৎ করেই প্যান্টের জিপ খুলে হস্তমৈথুন করতে শুরু করেন। এই ঘটনা দেখে তিনি সঙ্গে সঙ্গে বিমানকর্মীদের জানান।

ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখেন বিমানকর্মীরা এবং ওই মহিলাকে অন্য একটি সিটে স্থানান্তরিত করা হয়। বিমানের যাত্রা শেষ হওয়ার পর, দিল্লি বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।