আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটির একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে ঔষধি গুণের জন্য গোমূত্রের প্রশংসা করতে শোনা যাচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভিডিও-তে কামাকোটি গোমূত্রের- ব্যাকটেরিয়া ও ছত্রাক বিরোধী, এবং হজমের বৈশিষ্ট্য সম্পন্ন গুণ রয়েছে বলে দাবি করেছেন। জানিয়েছেন যে, এতে ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো রোগ নিরাময় সম্ভব।
চেন্নাইয়ে গো সংরক্ষণশালায় আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আইআইটি মাদ্রাজের ডিরেক্টর। সেখানকারই ভিডিও ভাইরাল হয়। সেখানে তিনি একজন সন্ন্যাসীর সম্পর্কে একটি উপাখ্যানও বর্ণনা করেন। ওই সন্ন্যাসী নাকি দাবি করেছিলেন যে, প্রচণ্ড জ্বরের সময় গোমূত্র পান করেছিলেন তিনি।
மூளை வலிமை அதிகம் கொண்ட கும்பல் ஆட்சியில் ஐஐடி இயக்குநர் லட்சணத்தை பாருங்கள்.. கோமியம் காய்ச்சல் மருந்தாம்???? pic.twitter.com/3StltuzStU
— Subathra Devi (@SubathraDevi_)Tweet by @SubathraDevi_
আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের মন্তব্যের সমালোচনা করেছেন কংগ্রেস এবং ডিএমকে-র জনপ্রতিনিধিরা। কংগ্রেস নেতা কার্তি পি চিদাম্বরম এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন এবং অভিযোগ করেন যে, আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভুয়ো বিজ্ঞান প্রচার করছেন। তিনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে ট্যাগ করে লিখেছেন যে, 'আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের নকল বিজ্ঞান বিক্রি করা অত্যন্ত অশোভন।'
ডিএমকে নেতা টি কে এস এলানগোভানও ডিরেক্টরের মন্তব্যের সমালোচনা করেছেন এবং দাবি করেছেন যে তাঁকে অন্য প্রতিষ্ঠানে বদলি করা হোক। তিনি বলেছেন, "ভি কামাকোটিকে আইআইটি মাদ্রাজ থেকে বদলি করে ভারত সরকারের উচটিত কোনও মেডিকেল কলেজে নিয়োগ করা। তিনি আইআইটিতে কী করবেন? এটি ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। তাঁকে এইমস-এর ডিরেক্টর হিসেবে নিয়োগ করা উচিত।"
