আজকাল ওয়েবডেস্ক: পাহেলগাঁও-এ মর্মান্তিক জঙ্গি হামলার পর জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার সুরানকোট জঙ্গলে সেনা ও পুলিশ যৌথ অভিযানে একটি জঙ্গি ঘাঁটি থেকে ৫টি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। সূত্র অনুযায়ী, তিনটি টিফিন বক্স ও দুটি স্টিলের বালতিতে বিস্ফোরক লুকিয়ে রাখা ছিল।

ঘাঁটি থেকে আরও কিছু যোগাযোগের যন্ত্রপাতি ও সন্দেহভাজন উপাদান উদ্ধার করা হয়েছে। গোটা উপত্যকায় চালানো হচ্ছে ব্যাপক অভিযান—জঙ্গি আস্তানা ধ্বংস, সন্দেহভাজনদের আটক ও জেরার মাধ্যমে সন্ত্রাসবিরোধী নেটওয়ার্ককে ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উচ্চপদস্থ কর্মকর্তারা।

২২ এপ্রিল অনন্তনাগ জেলার পাহেলগামের কাছে বৈসারণে এক পর্যটন স্থানে সন্ত্রাসবাদীরা নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করে। এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “হত্যাকারীদের শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করা হবে।”

বর্তমানে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও মাটিতে নজরদারি আরও জোরদার করা হয়েছে যাতে এই ধরনের হামলা ভবিষ্যতে আর না ঘটতে পারে।