আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার, হরিয়ানার আম্বালায় ভারতীয় বায়ুসেনার (IAF) একটি জাগুয়ার বিমান দুর্ঘটনায় ভেঙে পড়েছে। বায়ুসেনা কর্মকর্তারা জানিয়েছেন, পাইলট নিরাপদে ইজেক্ট করেছেন এবং এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বায়ুসেনার মতে, বিমানটি আম্বালা বিমানঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ উড়ানে ছিল এবং মাঝপথে সিস্টেমের ত্রুটি দেখা দেয়। পাইলট দক্ষতার সাথে জনবসতি থেকে দূরে বিমানটিকে নিয়ে গিয়ে নিরাপদে ইজেক্ট করেন। দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জাগুয়ার একটি ব্রিটিশ-ফরাসি আক্রমণকারী যুদ্ধবিমান যা কাছাকাছি স্থলভাগে আক্রমণের জন্য ব্যবহৃত হয়। ভারতই একমাত্র দেশ যারা এখনও ১৯৬০-এর দশকে তৈরি এই যুদ্ধবিমানটি ব্যবহার করছে।