আজকাল ওয়েবডেস্ক: পরকীয়া সন্দেহের জেরে একের পর এক আত্মহত্যা, খুন৷ এবার খাস কলকাতার হাওড়ায় ঘটে গেল হাড়হিম ঘটনা৷ ঘটনাস্থল হাওড়ার বাঁকড়া। স্ত্রীর সঙ্গে সম্পর্ক প্রতিবেশী যুবকের, এই সন্দেহে যুবককে কাঁচি দিয়ে ক্ষত বিক্ষত করল এক ব্যক্তি। আহত যুবকের নাম মহম্মদ সারোয়ার। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, মূল অভিযুক্ত শেখ শাহরুখ। সে বাঁকড়ার পশ্চিম পাড়ায় দর্জির কাজ করে৷ জানা গিয়েছে প্রায় ৯ বছর আগে তাঁদের বিয়ে হয়৷ কাজের সূত্রে একসময় মুম্বই থাকত। সেখান থেকে বছর দুয়েক আগে সে পুনরায় হাওড়ায় ফিরে আসে৷ বাড়ি ফেরার পরই শুরু হয় ঝামেলা। অভিযুক্ত সন্দেহ করতে থাকে যে তার স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়েছেন৷ তাও আবার পরিচিত এক প্রতিবেশীর সঙ্গে। যুবকের নাম সারোয়ার। তিনি একই এলাকায় থাকেন৷ 

জানা গিয়েছে, সোমবার দুপুর নাগাদ সারোয়ারকে দেখতে পেয়ে আচমকা চটে যায় শাহরুখ। তেড়ে এসে হামলা চালায়। এরপর কাপড় কাটার কাঁচি নিয়ে ক্ষত বিক্ষত করে শাহরুখ৷ আহত যুবকের চেঁচামেচিতে আশেপাশের স্থানীয়রা দৌড়ে গিয়ে ঘটনাস্থলে জড়ো হন। পরে সারোয়ারকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আহত সারোয়ার। স্থানীয়দের দাবি, বাকবিতণ্ডা ও হামলার মুহূর্ত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। 

অভিযুক্তের পরিবারের লোকজন জানিয়েছেন, মাস ছয়েক ধরে অভিযুক্ত তার স্ত্রীকে সন্দেহ করতে শুরু করে। সে মনে করে, প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে৷ ইতিমধ্যেই তা নিয়ে একাধিকবার স্ত্রীর সঙ্গে চরম বচসা, মনোমালিন্য চলছিল। এরপরই দুপুরে যুবককে পেয়ে তাঁর উপর বেপরোয়া হামলা চালায় অভিযুক্ত। অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে৷ জানা গিয়ছে, ধরা পড়ার ভয়ে অভিযুক্ত চম্পট দিয়েছে৷ "বৌমাকে সন্দেহ করত ছেলে। সারোয়ারের সঙ্গে ওর সম্পর্ক আছে বলে সন্দেহ করত। " যদিও সারোয়ারের আত্মীয়ের বক্তব্য অনুযায়ী সমস্ত অভিযোগ ভিত্তিহীন। এমন কোনও সম্পর্ক নেই দুজনার। কেবল সন্দেহের জেরে এই ভহাবহ কাণ্ড।